টানা তিন দিন ট্র্যাকিংয়ের পর পাহাড়ে উঠে বিয়ে
Odd বাংলা ডেস্ক:টানা তিন দিন ট্র্যাকিংয়ের পর উঠতে পেরেছেন পাহাড়ের চূড়ায়। আর এই পরিশ্রম বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। প্রকৃতিপ্রেমী জনি পাচেকো এবং হেইডি পাকো মনস্থির করেছিলেন বিয়ে করবেন পাহাড়ে উঠে।
বিয়ের জন্য দেশটির পশ্চিম অঞ্চলের আন্দিস পর্বতমালাকে বেছে নিয়েছেন তারা
বিয়ের জন্য দেশটির পশ্চিম অঞ্চলের আন্দিস পর্বতমালাকে বেছে নিয়েছেন তারা
বিয়ের জন্য দেশটির পশ্চিম অঞ্চলের আন্দিস পর্বতমালাকে বেছে নিয়েছেন তারা। কারণ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিস পর্বতমালা। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত এই পর্বতমালার দৈর্ঘ্য কমপক্ষে ৭,০০০ কি.মি. (৪,৪০০ মাইল) এবং গড় প্রস্থ ৫০০ কি.মি. (৩০০ মাইল)। এই পর্বতমালার গড় উচ্চতা প্রায় ৪০০০ মি. (১৩,০০০ ফুট)।
তাই সবচেয়ে উঁচু পাহাড় করডিলেরাকে বেছে নেন তারা। পাহাড়টির আইমারা জনগোষ্ঠীর সাহিত্য-সংস্কৃতি এবং ঐতিহ্যের পরিচয় বহন করে। রাজধানী লা পাজ থেকে তিনদিনে প্রায় ২১ হাজার ১০৯ ফুট উঁচু পথ পাড়ি দিয়েছেন তারা। সঙ্গে যোগ দেন তাদের আরো কয়েকজন প্রকৃতিপ্রেমী বন্ধু।
Post a Comment