বাদুড়ের সংস্পর্শে এসেও নেননি ভ্যাকসিন, একমাস পর মারা গেলেন বৃদ্ধ
Odd বাংলা ডেস্ক: বাদুড়ের সংস্পর্শে আসার পরেও ভ্যাকসিন নিতে অস্বীকার করার এক মাস পরেই মারা গেলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এক বৃদ্ধ।
আগস্টের মাঝামাঝি এক সকালে ঘুম থেকে উঠে গলার ওপর বাদুড় দেখতে পান ৮৭ বছর বয়সী টমাস ক্রোব। র্যাবিসের উপসর্গ নিয়ে গত ২০ সেপ্টেম্বর তিনি মারা যান। তার মৃত্যুর খবর প্রকাশ করেছে ডেইলি হেরাল্ড।
টমাসের সংস্পর্শে আসা ওই বাদুড়কে পরীক্ষা করার পর বাদুড়টি র্যাবিসের জীবাণুবাহী বলে জানা যায়। বাদুড়টি তাকে কামড় দিয়েছিল কি না, তা নিশ্চিত নয়।
তবে, আক্রান্ত বাদুড়ের এত নিকট সংস্পর্শে আসার পরেই চিকিৎসকরা তাকে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেন।
কিন্তু, শরীরে কোনো চিহ্ন না থাকায় তিনি ভ্যাকসিন না নিয়েই ফিরে যান।
এক মাস পরেই টমাস অসুস্থ বোধ করতে শুরু করেন। তার গলা ও মাথাব্যথা শুরু হয়। তিনি হাত এবং আঙ্গুলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর হঠাৎ করেই বাকশক্তি হারাতে শুরু করেন।
নর্থ ওয়েস্টার্ন ম্যাকহেনরি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
১৯৫৪ সালের পর ইলিনয়ে এই প্রথমবারের মতো কারও র্যাবিসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার (সিডিসি) তথ্যানুসারে, র্যাবিস ভাইরাসের সংস্পর্শে আসার পর তা মস্তিষ্কে পৌঁছানোর আগেই দ্রুত চিকিৎসা শুরু করতে হয়। তা না হলে, কয়েক সপ্তাহ বা মাসের ব্যবধানে রোগীর মাঝে উদ্বেগ, বিভ্রান্তি, হ্যালোসিনেশন, জলের প্রতি ভীতি ইত্যাদি বিভিন্ন স্নায়বিক উপসর্গ দেখা দেয়।
"যুক্তরাষ্ট্রে র্যাবিস সংক্রমণের ঘটনা অত্যন্ত বিরল। তবে, একবার র্যাবিসের উপসর্গ দেখে দিলে তা প্রাণঘাতী হওয়ার সম্ভাবনাই বেশি," বলেন লেক কাউন্টি হেলথ ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মার্ক ফিস্টার।
ভ্যাকসিন না নেওয়ায় জীবন রক্ষাকারী অ্যান্টিবডি থেকে বঞ্চিত হন টমাস।
আজ ৩০ সেপ্টেম্বর তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
Post a Comment