মাথায় কলার কাঁদি পড়তেই কোটিপতি শ্রমিক!
Odd বাংলা ডেস্ক: ন্যাড়ার মাথায় বেল পড়ে কি বিড়ম্বনায় পড়তে হয়েছিল তা আমরা সবাই জানি। কিন্তু কলার কাঁদি মাথায় পড়ে যদি কোটিপতি হওয়া যায়, তা কি জানেন? হ্যাঁ, এমনটাই হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে।
এক শ্রমিক মাথায় কলার কাঁদি নেয়, হঠাৎ মাথা থেকে কলার কাঁদি পড়ে জখম হন। তারপর তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। আর সেই সঙ্গে মাথায় কলার কাঁদি পড়ার জরিমানা স্বরূপ কলাবাগানের মালিককে ক্ষতিপূরণ দিতে হলো পাঁচ লাখ ডলার।
জানা যায়, কুইনসল্যান্ডের কুকটাউনের পাশে একটি খেতে একটি গাছ থেকে কলা পাড়ার কাজ করছিল, জেইমি লংবটম নামে এক ব্যক্তি।তিনি ঐ খেতে মজদুর এর কাজ করছিলেন। মাথার উপর কাঁদি পড়ায় তিনি গুরুতর জখম হন।
তবে সেই জখমের পেছনে ঐ মজুরের কোনো রকম অপরাধ বা গাফিলতি ছিল না। তিনি আদালতে মামলা করেন এবং মজুরির দাবি ছিল, কোম্পানি এর জন্য দায়ী। তার কারণ, কোম্পানি কলা কাটার বিষয়ে তাদের সে রকম কোনো প্রশিক্ষণ দেয়নি। অথচ কাজে নামিয়ে দিয়েছে। কোম্পানির গাফিলতির বিরুদ্ধে মামলায় ঐ ব্যক্তির দাবি ছিল, বড় গাছ থেকে কীভাবে কলা পাড়তে হবে, তারা শেখায়নি।
এই মামলা নিয়ে কোর্টে জাস্টিস ক্যাথলিন হোমস জানিয়েছেন, গাছটি অস্বাভাবিক ভাবে লম্বা ছিল এবং কলাগাছের স্বাভাবিক দৈর্ঘ্যের চেয়ে বড় ছিল। ল্যান্ডবটম নিজের ডান কাঁধে কলার কাঁদি এবং গাছ ধরে নামার সময় নিজের ডান দিকে মাটিতে পড়ে যায়।
ঘটনার পর এই শ্রমিককে হাসপাতালে ভর্তি করাতে হয়। যার পর তিনি কাজে ফিরতে পারেননি। কোর্টের রায়ে জানানো, হয়েছে কলার ওজন সব মিলিয়ে প্রায় ৭০ কেজি ছিল। তারপর থেকে ঐ ব্যাক্তি কাজ করতে পারেননি। ভবিষ্যতেও এই ধরণের কাজের জন্য তিনি সক্ষম হবেন কি না, তা জানা যায়নি। ফলে তার ভবিষ্যৎ সুরক্ষা প্রয়োজন। তাই ক্ষতিপূরণ সঠিক সিদ্ধান্ত।
Post a Comment