লিজ নেয়া জমির মাটি খুঁড়তেই কোটি টাকার হীরা পেলেন কৃষক

 


ODD বাংলা ডেস্ক: চকচকে সাদা পাথরের মধ্যে দিয়ে চোখ ঝলসে দেওয়া আলোর বিচ্ছুরণ। হীরার নাম শুনলেই এমন চিত্রই হয়তো প্রথমেই আপনার মনে পড়বে। তবে সাদার পাশাপাশি কালো, সবুজ, নীল, গোলাপি, বেগুনি, হলুদ ও লালসহ অনেক রঙের হীরা পাওয়া যায়। 

সম্প্রতি সরকারের কাছ থেকে লিজ নেয়া জমি থেকে ভালো মানের হীরা পেয়েছেন এক কৃষক। হীরাটি ৬ দশমিক ৪৭ ক্যারেটের বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ভারতের মধ্য প্রদেশের পান্না জেলায় ওই হীরা পাওয়া গেছে বলে জানা গেছে।


এ ব্যাপারে খনির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নতুন জৈন জানান, জারুড়াপুর গ্রামের ওই খনি থেকে প্রকাশ মজুমদার নামে এক কৃষক ওই হীরা খুঁজে পান। ওই হীরাটি শিগশিরই নিলামে তোলা হবে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী দাম নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।


রাজ্য সরকার সেখানকার জমি ছোট ছোট অংশে ভাগ করে স্থানীয় কৃষক আর খনি শ্রমিকদের কাছে নির্দিষ্ট সময়ের জন্য লিজ দিয়েছে। হীরা পাওয়ার পর তারা সেটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেন। সরকারের তরফ থেকে নিলামের আয়োজন করে সেই হীরা বিক্রি করা হয়। পান্না জেলায় ১২ লাখ ক্যারেটের মতো হীরার মজুদ আছে বলে ধারণা করা হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.