মিলন মানেই যন্ত্রণা...উপায়?
ODD বাংলা ডেস্ক: মহিলাদের অনেকেই এই সমস্যায় জর্জরিত। মিলিত হওয়ার সময় প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ফলে ব্যাপারটা তাঁদের কাছে উপভোগ্য নয়। সেসব শুনে অন্য মহিলারাও শঙ্কিত। তাঁদের মনে একটা ভুল ধারণা তৈরি হয় যে যৌনমিলন মানেই যন্ত্রণা।
তবে যাঁরা সত্যিই এই সমস্যায় ভুগছেন, তাঁরা কিন্তু সহজেই মুক্তি পেতে পারেন। আগেই জানতে হবে যন্ত্রণার সূত্র ঠিক কোথায়। অর্থাৎ, কেন যন্ত্রণা হয় -
অনেকগুলি কারণ আছে। প্রথমত, জরায়ু বা ইউটেরাসের অবস্থানে গোলমাল থাকলে ব্যথা হতে পারে। অনেক মহিলারই জরায়ু হেলে যায়। ফলে মিলনের সময় যন্ত্রণা হয়।
১) গোপনাঙ্গে সংক্রমণ হলেও যন্ত্রণা হতে পারে।
২) গোপনাঙ্গ রুক্ষ ও শুষ্ক হলে মিলনক্রিয়ায় ব্যথা হতে পারে।
৩) গোপনাঙ্গের পেশি যদি শক্ত হয় তাহলেও যন্ত্রণা হয় খুব।
তবে এই যন্ত্রণা থেকে মুক্তিও মেলে। সুখকর করে তোলা যায় মিলনক্রিয়া। তার জন্য কী কী করণীয় জানতে হবে -
১) হেলে যাওয়া জরায়ুকে সঠিক জায়গায় ফিরিয়ে আনা গেলে সমস্যা নির্মূল হতে পারে। তার জন্য একটি ছোট্ট অস্ত্রোপচার করাতে হতে পারে।
২) ডাক্তারের নির্দেশে ওষুধ খেলে গোপনাঙ্গের সংক্রমণ সেরে যেতে পারে। তখন আর যন্ত্রণা হয় না।
৩) গোপনাঙ্গের শুষ্কতা দূর করতে উপযুক্ত ক্রিম বা জেলি ব্যবহার করা যেতে পারে।
৪) গোপনাঙ্গ শিথিল করতে নিয়মিত যোগব্যায়াম করতে হবে।
Post a Comment