বিয়ের রাতেই কাশ্মীরে যে বিশেষ রীতি পালন হয়!
ODD বাংলা ডেস্ক: বিয়ে মানেই যেন বাড়তি উচ্ছ্বাস। বিয়ে ঘিরে নারী-পুরুষ সবাই অনেক স্বপ্ন দেখেন। তাই তো সাধারণত বিয়েতে জাঁকজমকের শেষ থাকে না। কিছুটা সাধ্যের বাইরে গিয়েও বিয়ের অনুষ্ঠানে খরচ করে দুই পরিবার। তবে এসবের মধ্যে সুখী দাম্পত্যের কামনা থাকে সবার মনে। তাদের সংসার ভরে ওঠে ভালোবাসার অটুট বন্ধনে। এর জন্যই এক বিশেষ রীতি পালন হয় কাশ্মীরে। আর বিয়ের পর নব দম্পতির সেই রীতি পালনের ভিডিও এখন ভাইরাল।
কাশ্মীর উপত্যকায় বিয়ের অনুষ্ঠান। উপস্থিত পাত্র-পাত্রীর আত্মীয় বন্ধুরা। তার মধ্যেই দেখা গেল নববধূকে আটা মেখে রুটি বেলতে। আর সেই রুটি তাওয়ায় পড়তে তাতে হাত লাগালেন বর। তিনি এদিক ওদিক করে রুটি শেকলেন। অর্থাৎ ভিডিওতে দেখা গেল নতুন সংসার পাততে চলা স্বামী-স্ত্রী একসঙ্গে রুটি বানাচ্ছেন। বিয়ের পর এই রীতি পালন হয় কাশ্মীরে। এর অর্থ হলো, স্বামী ও স্ত্রী সংসারের কাজ ভাগ করা চলা। তাই তো স্ত্রী মাখলেন আটা, বেললেন রুটি যা স্বামী শেকে তৈরি করলেন৷
নবদম্পতির আশপাশ ঘিরে বসেছিলেন তাদের আত্মীয়রা। এই কাজে তারও দিলেন উৎসাহ। এই ভিডিওটি ট্যুইটারে পোস্ট করলেন সোফিয়া জারিন। সঙ্গে লিখলেন গ্রামের অতি পুরোনো তবে খুবই ভালো নিয়ম পালন করা হলো। এইভাবেই একে অপরের সহযোগিতা ও ভালোবাসায় পূর্ণ হবে বিবাহিত জীবন।
Post a Comment