শরীরের ফাটা দাগ দূর করার দুর্দান্ত উপায়
ODD বাংলা ডেস্ক: শরীরে ফাটা দাগের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এই সমস্যা কেবল নারী-পুরুষই নয়, স্বাস্থ্যবান শিশুদের শরীরেও দেখা যায়। দাগগুলো দেখতে রেখার মতো। যা ঘাড়ে, বগলে, পেটে, কোমরে, উরুতে কিংবা নিতম্বে হয়ে থাকে।
নারীদের ক্ষেত্রে গর্ভধারণের পর পেটে ফাটা দাগ দেখা দেয়। এছাড়া হঠাৎ করে ওজন বাড়লে শরীরে এ সমস্যা দেখা দেয়। এ দাগগুলো সহজে শরীর থেকে যেতে চায় না। তবে কিছু প্রাকৃতিক উপাদানের ঘরোয়া ব্যবহার ফাটা দাগকে অনেকখানি কমিয়ে আনতে ও হালকা করতে সাহায্য করে। চলুন জেনে নেয়া যাক সেই উপকারী উপাদানগুলো সম্পর্কে-
চিনি ও অলিভ অয়েল
চিনি, লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব বানিয়ে তা প্রতিদিন ফাটা দাগের উপর প্রতিদিন ৫-১০ মিনিট ম্যাসেজ করুন।
লেবু
শরীরের ফাটা দাগ নির্মূলে লেবুর একটি টুকরা নিয়ে দাগের উপর ১৫ মিনিট ধরে ম্যাসেজ করুন। এতে বেশ উপকার পাওয়া যাবে।
ঘৃতকুমারি
ঘৃতকুমারির পাতা নিয়ে এর ভেতর থেকে জেলী সদৃশ অংশটি বের করে দাগের উপরে লাগিয়ে ২ ঘন্টা অপেক্ষা করুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
আলু
এর জন্য আরেকটি প্রসেজ এ্যাপ্লাই করতে পারেন। এটি হলো একটি আলু নিয়ে তা মোটা করে ২ টুকরা করে ফাটা দাগের উপরে কিছুক্ষণ ম্যাসেজ করুন। এর রস ভালো মত লাগলে ১৫ মিনিট অপেক্ষা করে স্থানটি ধুয়ে ফেলুন।
Post a Comment