চুলের আগা ফেটে চুল বাড়ছে না? যেভাবে যত্ন নেবেন

 


Odd বাংলা ডেস্ক:চুল পড়ার সমস্যা অনেকেরই খুব সাধারণ একটি সমস্যায় পরিণত হয়েছে। মাথায় চিরুনি দিলেই উঠে আসে চুল। এদিকে চুলের আগা ফেটে যাওয়ার কারণে চুল ক্ষয় হয়ে  আর বাড়ছে না। অনেকে চুলের এই সমস্যার জন্য বাজারের কেনা প্রোডাক্ট ব্যবহার করেন।  কিন্তু খুব বেশি লাভ হয় না। কিন্তু ঘরেই এমন কিছু উপাদান আছে যা চুলের এই সমস্যা দূর করে চুলের দ্রুত বৃদ্ধি ঘটায়।


চুলের বৃদ্ধি ও চুলকে স্বাস্থ্যজ্জ্বল করতে লাগবে মাত্র দু’টি জিনিস। কারিপাতা আর লেমন এসেনসিয়াল অয়েল। কারিপাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন সি এবং বিটাকেরোটিন, যা চুলের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। অন্য দিকে লেবুতেও রয়েছে ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো উপাদান যা চুলের গোড়া মজবুত করে। গবেষণা বলছে, চুল ভাল রাখতে ভিটামিন সি এর কোনও বিকল্প নেই।


কী ভাবে বানাবেন কারিপাতা ও লেবুর তেল?

ঘরোয়া এই তেল বানাতে লাগবে কয়েকটি কারি পাতা, লেমন এসেনশিয়াল অয়েল ও নারকেল তেল। একটি কাঁচের বোতলে নারকেল তেল ঢালুন। তার উপর কারিপাতা কুচিয়ে মিশিয়ে দিন। এ বার এর সঙ্গে ২-৩ ফোঁটা লেমন এসেন্সিয়াল অয়েল মেশান। মিশ্রণটি সারা রাত ভিজতে দিন। পরদিন সকালে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ভালোভাবে সংরক্ষণ করতে পারলে ৫ থেকে ৬ মাস সংরক্ষণ করতে পারবেন এই তেল।

কী ভাবে লাগাবেন?

১ চা চামচ তেল নিয়ে মাথার ত্বকে ঢালুন। এর পর ভাল করে চুল ম্যাসেজ করুন। ১৫ থেকে ২০ মিনিট তেল মাথায় রেখে চুল ধুয়ে ফেলুন।

ফলাফল পেতে সপ্তাহে অন্তত দুবার এই তেল মালিশ করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.