সঙ্গীর অনুমতি ছাড়া খুলবে না কনডমের প্যাকেট! কোথায় পাবেন?
ODD বাংলা ডেস্ক: কনডম নিয়ে দেশ-বিদেশে চলছে বিভিন্ন ধরণের পরীক্ষা-নিরীক্ষা৷ সঙ্গমকে আরও প্রাণবন্ত ও মধুর করে তুলতে এবার একেবারে নতুন ধরণের এক কনডম নিয়ে এলো টিউলিপান নামের একটি কোম্পানি৷
দীর্ঘদিন কনডমের রং, ফ্লেভার, ডটেড বা ডট ছাড়া প্রচলন ছিল৷ এমনকি, কনডমকে আকর্ষণীয় করে তুলতে এর প্যাকেটেও নানানরকম লেবেলিং করা হয়েছে৷
আর এবার বাজারে নিয়ে আসা হল একেবারে অভিনব স্টাইলের এক কনডম৷ যার প্যাকেটেই নতুন ঢং৷ তো কেমন প্যাকেট এই নতুন কনডমের?
জানা গেছে, টিউলিপান নামের এক কোম্পানি বাজারে নিয়ে এসেছে এই নতুন কনডম৷ যার প্যাকেটে খুলতে চাইলেই লাগবে আপনার পার্টনারের অনুমতি৷ অর্থাৎ, পার্টনারের অনুমতি ছাড়া কোনোভাবেই এই কনডমের প্যাকেট খোলা যাবে না৷
প্যাকেটটি একটি বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এতে রয়েছে বিশেষ ধরণের এক সেনসর৷ এই সেন্সরই কিন্তু জানিয়ে দেবে আপনার পার্টনারের অনুমতি রয়েছে কিনা!
প্যাকেটের দু’পাশে রয়েছে বিশেষ ধরণের বোতাম৷ যেখানে দুজনের আঙুলের ছোঁয়া পড়লে তবেই প্যাকেট খুলবে৷ এবাদে আর কোনও পদ্ধতিতেই প্যাকেটটি খোলা সম্ভব হবে না৷ এরইমধ্যে বিশ্বের বেশ কিছু দেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এই কনডম৷
Post a Comment