প্রত্যন্ত অঞ্চলে ড্রোন দিয়ে করোনা টিকা পাঠাচ্ছে ভারত
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের টিকা দ্রুত বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পাঠানোর ক্ষেত্রে ড্রোন ব্যবহার করছে ভারত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন ভারতের জ্যেষ্ঠ একজন সরকারি বিজ্ঞানী।
সূত্রের খবর অনুযায়ী ডা. সামিরান পাণ্ডের বরাত দিয়ে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য অঞ্চলে টিকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হচ্ছে।
২০২১ সালের মধ্যে যোগ্য নাগরিকদের সবাইকে টিকা দিতে চায় ভারত। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, লক্ষ্য পূরণের জন্য টিকা দেওয়ার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ গতি নিয়ে আসতে হবে।
সে দেশে এখন পর্যন্ত ৭০ শতাংশ মানুষ অন্তত একটি ডোজ করোনা টিকা পেয়েছে। আর সে দেশে এখন পর্যন্ত ৩৩ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। চার লাখ ৪০ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে।
জানা গেছে, করোনা টিকা দিতে গতি নিয়ে আসার জন্যই ড্রোন ব্যবহার করা হচ্ছে। প্রতি ড্রোনে অন্তত ৯০০ ডোজ টিকা পাঠানো যাচ্ছে।
Post a Comment