কেমন হবে দুর্গাপূজার সাজ? যা বললেন কাজল

 


ODD বাংলা ডেস্ক:অন্য সময়ে সাজে ভিন্নতা থাকলেও বাঙালির সর্বজনীন দুর্গাপূজার সময়  তার সাজ একেবারেই আলাদা। বলছিলাম বলিউড অভিনেত্রী কাজলের কথা। হিন্দি চলচ্চিত্রে কাজ করলেও কাজল জন্মসূত্রে বাঙালি। ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী; কিন্তু দুর্গাপূজার সময় অভিনেত্রী কাজল শাড়ি, গয়না পরে পুরোদস্তুর বাঙালির মতোই সাজেন। আর এই সাজের সময় যেসব বিষয় প্রিয় এই অভিনেত্রী খেয়াল রাখেন চলুন জেনে নেওয়া যাক।


১) মেকআপের বেস যেন হয় খুবই ভালো মানের। তাতেই অনেকটা কাজ হয়ে যাবে।

২) বেস মেকআপ ভালো করার জন্য খুব যত্ন নিয়ে তা ত্বকের সঙ্গে মিলিয়ে নিতে হবে।

৩) গলা আর মুখের রং যেন এক রকম হয়। এ জন্য গলার রঙের সঙ্গে মিলিয়ে লাগাতে হবে ফাউন্ডেশন।

৪) ত্বকে নানা ধরনের দাগ থাকেই। প্রয়োজন বুঝে ঠিক জায়গায় কনসিলার ব্যবহার করুন।

৫) পুজোয় মোটা করে কাজল পরলে বেশ দেখায়। তা ভালোই জানেন কাজল।

৬) লালচে কোনো আইশ্যাডো হলে খুব সুন্দরভাবে যাবে চেহারার সঙ্গে।

৭) ভালোভাবে পাউডার ব্যবহার করুন।

৮) বড়সড় একটি টিপ পরলেও বেশ দেখায়।


কাজলের সাজ দেখিয়ে দেয়, বছরের এই সময়টিতে সহজেই নিজের চেহারায় ফুটিয়ে তোলা যায় উৎসবের আনন্দ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.