এই আলু খেলে আপনার মৃত্যু নিশ্চিত!
Odd বাংলা ডেস্ক: প্রায় প্রতিদিনের রান্নায় আলু ব্যবহার করা হয়ে থাকে। কারণ আলু অনেকেরই পছন্দের খাবার। তাইতো বার বার কেনার ঝামেলা এড়াতে অনেকেই একসঙ্গে অনেকদিনের জন্য আলু কিনে জমিয়ে রাখেন। দেখা যায়, বাড়িতে অনেক দিন আলু জমিয়ে রেখে দিলে তার গায়ে অঙ্কুর গজাতে শুরু করে। অনেকেই এই অঙ্কুর ফেলে দিয়ে আলু খেয়ে ফেলেন। কিন্তু এই অঙ্কুর গজানো আলু কি খাওয়া উচিত? কী বলছে বিজ্ঞান?
জীববিজ্ঞানীরা বলছেন, আলু গাছ চেষ্টা করে, যাতে কোনো পোকা বা জীবাণু আলুর ক্ষতি করতে না পারে। তাই গাছ নিজেই এতে সোলানাইন নামক বিষ তৈরি করে। যদিও আমরা যে অবস্থায় আলু খাই, তখনো পর্যন্ত এই সোলানাইন তৈরি হতে শুরু করে না। তাই কোনো ক্ষতি হয় না। কিন্তু যখনই এতে অঙ্কুর গজাতে শুরু করে, সঙ্গে সঙ্গে তৈরি হতে থাকে এই বিষ।
অনেকে আলুর অঙ্কুর কেটে ফেলে দিয়ে বাকিটা রান্না করেন। এটিও নিরাপদ নয়। কারণ সোলানাইন শুধু মাত্র অঙ্কুরে তৈরি হয় না, গোটা আলুতেই তৈরি হয়। ফলে বাকি আলু পেটে গেলেও শরীরে বিষক্রিয়া হতে পারে।
কী হতে পারে এই অঙ্কুর গজানো আলু খেলে?
এই আলুতে থাকা সোলানাইন অল্প পরিমাণে শরীরে গেলে বিশেষ সমস্যা হয় না। বড় জোর পেটে অল্প গণ্ডগোল হতে পারে। কিন্তু বেশি পরিমাণে গেলে তা আন্ত্রিকের আশঙ্কা বাড়িয়ে দেয়। অনেকের মাথাব্যথা শুরু হয়। বিপুল পরিমাণে গেলে কেউ কোমায় চলে যেতে পারেন। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। দীর্ঘ দিন ধরে শরীরে সোলানাইন গেলে স্নায়ুর ক্ষতি হতে পারে। আপাত ভাবে নিরীহ আলুই হয়ে উঠতে পারে বিপজ্জনক।
তবে আলুর মধ্যে এই সোলানাইন উৎপাদন ঠেকিয়ে রাখা যায়। এ জন্য অন্ধকার এবং ঠাণ্ডা জায়গায় আলু সংরক্ষণ করতে হয়।
Post a Comment