জানেন কি, নোটবন্দীর পর সারা দেশে কয়েকশো টন নতুন নোট পৌঁছে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা


Odd বাংলা ডেস্ক: ২০১৬ সালের ৮ নভেম্বর তারিখে নোটবন্দী ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার জেরে বাতিল করা হয়েছিল পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট। সেইবার নোটবন্দী হওয়ার পর ৬২৫ টন ওজনের নতুন নোট দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। 

শনিবার ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনলজি বোম্বে-র তরফে আয়োজিত টেকফেস্ট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। তিনি বলেন, যখন নোটবন্দী হল, তখন ভারতীয় বায়ুসেনাই দায়িত্ব নিয়েছিল নতুন নোটগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। একটি ২০ কেজির ব্যাগে যদি এক কোটি টাকার অর্থ থাকে তাহলে তাঁরা যে, কত পরিমাণ অর্থ বহন করেছেন তাঁর কোনও হিসাব নেই। 
Blogger দ্বারা পরিচালিত.