Odd বাংলা ডেস্ক: টিভিএস কোম্পানির জুপিটার স্কুটারের এই নতুন মডেলে রয়েছে অনেক নতুন এবং আধুনিক ও উন্নত ফিচার। যেমন এই স্কুটারে রয়েছে Intelli-Go টেকনোলজি, অ্যালয় হুইলস, ডিক্স ব্রেক, ইউএসবি সকেট, external fuel-filler lid এবং biggest-in-segment boot। জানা গিয়েছে, জুপিটার ১২৫ স্কুটারে রয়েছে একটি নতুন ১২৪.৮ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এর সাহায়ে ৮.৩ PS of power এবং ১০.৫ Nm of peak torque- এই শক্তি উৎপন্ন হয়। এই স্কুটারের ইঞ্জিনের সঙ্গে রয়েছে একটি CVT গিয়ারবক্স।
বিশেষজ্ঞদের একাংশের মতে টিভিএস মোটর কোম্পানির নতুন স্কুটার জুপিটার ১২৫ এবার হন্ডা অ্যাক্টিভা ১২৫, সুজুকি অ্যাকসেস ১২৫, ফ্যাসিনো এবং ডেস্টিনি মডেলের সঙ্গে জমিয়ে পাল্লা দেবে। প্রসঙ্গত উল্লেখ্য, টিভিএস ১২৫- সহ এই নিয়ে মোট তিনটি ১২৫ সিসি মডেল রয়েছে এই রেঞ্জে। তিনটি নতুন রঙে ভারতে লঞ্চ হয়েছে টিভিএস জুপিটার ১২৫ স্কুটার। কমলা, ধূসর এবং নীল রঙে ভারতের বাজারে পাওয়া যাবে টিভিএসের জুপিটার ১২৫ স্কুটার।
Post a Comment