১৫ নভেম্বর থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী


ODD বাংলা ডেস্ক: মহামারীর আবহে প্রায় দেড় বছর বন্ধ ছিল স্কুল কলেজ। অবশেষে চলতি বছরে আগামী ১৫ নভেম্বর থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যসচিবকে স্কুল খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনা পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ।

কীভাবে পড়ুয়ারা স্কুলে আসবে, তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনার খসড়া তৈরি করা হচ্ছে। একসঙ্গে না এনে ধাপে ধাপে পড়ুয়াদের স্কুলে আনা হবে। তা নিয়ে স্পষ্ট নির্দেশনামা শীঘ্রই জানানো হবে। একইসঙ্গে কোন কোন ক্লাসের পড়ুয়াদের জন্য স্কুল খুলছে সে সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি। যদিও সূত্রের খবর, প্রথমে নবম-দশম, একাদশ-দ্বাদশ পরে ধাপে ধাপে বাকি ক্লাসের পড়ুয়াদেরও স্কুলে নিয়ে আসা হবে। কলেজের ক্ষেত্রে সব ক্লাস খুললেও কোনদিন কীভাবে কোন ক্লাস হবে বা পড়ুয়াদের কীভাবে ভাগে ভাগে কলেজে আসতে হবে সে নিয়েও এখনও কোনও খসড়া চূড়ান্ত হয়নি।

এর আগে স্কুলশিক্ষা দফতরের কর্তাদের সঙ্গে জেলা স্কুল পরিদর্শকদের শনিবারের ভিডিয়ো কনফারেন্স-এ জানানো হয়েছিল, ২৭ অক্টোবরের মধ্যে স্কুল স্যানিটাইজেশনের সম্পূর্ণ করে জানাতে হবে স্কুলগুলিকে। সেই সঙ্গে স্কুলের নবম থেকে দ্বাদশের পড়ুয়াদের অভিভাবককেও জানাতে হবে স্যানিটাইজেশনের তথ্য। এছাড়াও করোনায় কোনও পড়ুয়াদের বাবা বা মায়ের কোভিডে মৃত্যু হলে সে তথ্যও জানাতে হবে পোর্টালে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.