ভেস্তে যেতে পারে রবিবারের পুজো শপিং, আজ-কাল বৃষ্টিতে ভাসবে বাংলা


Odd বাংলা ডেস্ক: বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। আজ ও কাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। ধসের আশঙ্কা পাহাড়ে। বাড়বে নদীর জল স্তর। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টায়। ভারী বৃষ্টি হবে দক্ষিণের দুই জেলায়। একে জেলায় জেলায় বিপদসীমার ওপর দিয়ে বইছে একাধিক নদী। তার ওপরে ফের বৃষ্টি হলে, পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠবে, তা নিয়ে আশঙ্কায় প্রশাসন।

পুজো আসতে হাতে আর মাত্র একটা সপ্তাহ। বুধবার মহালয়া।কিন্তু মেঘ কেটে একটানা ঝকঝকে রোদ কবে উঠবে, তা নিয়ে এখনও কোনও পূর্বাভাস নেই। বরং দুর্গাপুজোর সময়েও যে বৃষ্টি হবে, তা একপ্রকার নিশ্চিত।পশ্চিমী ও উত্তর পশ্চিম বাতাসের দাপট শুরু হয়েছে। উত্তর পশ্চিম ভারতে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। তার ফলে আগামী কয়েকদিন জলীয়বাষ্প কমবে বৃষ্টির সম্ভাবনাও কমবে। ধীরে ধীরে শুরু হবে শুষ্ক আবহাওয়া। 

আবহাওয়াবিদরা মনে করছেন ৬ অক্টোবর বুধবার উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি চলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.