কিশোরদের মডার্নার টিকা দেওয়া স্থগিত করল ডেনমার্ক-সুইডেন

 


Odd বাংলা ডেস্ক: মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকা ১৮ বছরের কম বয়সীদের দেওয়া স্থগিত করেছে ডেনমার্ক ও সুইডেন। মডার্নার তৈরি টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসার পর গতকাল স্থানীয় সময় বুধবার সতর্কতামূলক পদক্ষেপটি নেওয়া হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে বলছে, ইউরোপের একাধিক দেশে মডার্নার টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেরই হৃৎপিণ্ডের পেশি বা হৃৎপিণ্ডের চারপাশের থলিতে প্রদাহের ঝুঁকি বেড়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। 

এসব ঘটনার জেরে ১৮ বছরের কম বয়সীদের মডার্নার টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, চারটি নরডিক দেশ থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী- মডার্নার টিকা নেওয়ার পর হার্টের প্রদাহ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

জানা গেছে, ওইসব দেশ থেকে পাওয়া প্রাথমিক তথ্য ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে। সেখানে পুরো বিষয়টি পর্যালোচনা করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.