Sharod Ullas 2021: ঘরছাড়াদের গল্প এবার নাকতলা উদয়ন সংঘের পুজোয়
Odd বাংলা ডেস্ক: সাতচল্লিশের দেশভাগ হোক কিংবা একাত্তরের বিধ্বস্ত বাংলাদেশ- সর্বত্রই ভিটে-মাটি ছাড়ার হাহাকার। সম্প্রতি তালিবানি সন্ত্রাসের আমলে নতুন করে সেই যন্ত্রণা উসকে গিয়েছে।বন্দুকের নলের চোখরাঙানি থেকে রক্ষা পেতে ভয়ে-আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ। শুধু প্রাণ বাঁচানোর তাগিদেই অন্ধকার অজানা ভবিষ্যতের পথে হেঁটে চলা। ছোটবেলার স্মৃতি, আপনজনের স্নেহ, নদী-মাঠ, ঘাসফুল, দোলনা- সবকিছু পিছনে ফেলে অনিশ্চিয়তার পথে পা বাড়ানো। রাগ, অভিমান, ভালবাসা, আনন্দ কুলুঙ্গিতে তুলে রেখে ভিনদেশে শূন্য থেকে শুরু করা। এ বছর পুজোয় এই যন্ত্রণার কাহিনিই ফুটিয়ে তুলেছে নাকতলা উদয়ন সংঘ।এবার ৩৫ বছরে পদার্পণ করল এই পুজো। নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপ্রতিমার হাতে কোনও অস্ত্র নেই। মানুষকে আগলে রাখার জন্যই প্রসারিত মাতৃপ্রতিমার দশ হাত। চলমান চিত্র থেকেই অনুপ্রাণিত হয়েই এবারের নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর থিম 'চলচিত্র'।
Post a Comment