হকার উচ্ছেদ ঠেকাতে হাতে হাত INTTUC ও CITU
সুজন গাইন: শ্রমজীবী মানুষ জানে বাঁচতে গেলে মিছিল করতে হয়, মিছিলে পতাকা লাগে। শ্রমজীবী মানুষ জানে- "দুনিয়ায় মজদুর এক হও" স্লোগানের খাঁটি অর্থ। আর সেইজন্যেই হাত মেলালো সিটু এবং আইএনটিটিইউসি। সোদপুর স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে যৌথ মিছিল করতে দেখা গেল উভয় দলকে। দিন আনা, দিন খাওয়া মানুষদের কথা ভেবে দুই ভিন্ন মতাদর্শের দল মিলেমিশে একাকার হয়ে গেল।
হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে সোদপুর স্টেশন চত্বরে। সোমবার আরপিএফ এর অফিসাররা হকার উচ্ছেদ হবে বলে ঘোষণা করেন। ঘোষণার সঙ্গে সঙ্গে সোদপুর স্টেশন চত্বরে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়।বিক্ষোভে সামিল হয় তৃণমূল পরিচালিত আই এনটিটিইউসি ও সিআইটিইউ সমর্থিত হকাররা।
তাদের অভিযোগ ,আরপিএফ এর অফিসারা বিনা নোটিশ দিয়ে হকার উচ্ছেদ করতে এসেছিলেন । ২২৫ জন হকার এই স্টেশন চত্বরে ব্যবসা করেন। তাদের এখান থেকে উচ্ছেদ করার চক্রান্ত করেছিলেন আরপিএফ অফিসারা এমনটাই অভিযোগ । যদি এরকম ঘটনা চলতে থাকে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুমকি দিয়েছেন।
Post a Comment