Odd বাংলা ডেস্ক: একেই বোধহয় বলে আত্মসম্মানবোধ। তাই তো এই ছোট্ট শিশুটা রাস্তার ধারে বসে কচু শাক বিক্রি করছে। ধূপগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় তরফদারের দুই পুত্র সন্তান। একজন ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। আর ছোটটি চতুর্থ শ্রেণিতে সদ্য ভর্তি হয়েছে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সকলেই নতুন পোশাক কিনতে বাজারে যাচ্ছেন। পুজোর সময় নতুন পোশাক পরে ঠাকুর দেখতে যাবে ছেলের বন্ধুরা। কিন্তু ছেলেদের এবার কিছু কিনে দেবার মতো সামর্থ নেই তাঁর। নিজে চা বিক্রি করেন। এখন বাধ্য হয়ে বড় ছেলেকেও সেই কাজে লাগিয়েছেন। এদিকে ছোট ছেলে পুজোর জামা কিনতে বাবার দোকানের পাশেই বসে পড়েছে শাক-পাতা নিয়ে।
বাবা সঞ্জয় তরফদার ফুটপাতে চা বিক্রি করে সংসার চালান। দুই সন্তান সহ বৃদ্ধ মা বাবা কে নিয়ে সংসার চালানো খুবই কষ্টকর। সেটা ছোট্ট ছেলেটি রোজই দেখছে। তাই জামাকাপড়ের জন্য আবদার করে বাবার ভার বাড়াতে চায়নি সে। নিজের জামা নিজে কিনে নিতে সবজি বিক্রি করতে বসে পড়েছে সে। তার বয়সী পাঁচটা ছেলের যখন পুজোর ছুটিতে আনন্দ করে বেড়ানোর কথা, সে তখন দরদামে ব্যস্ত ক্রেতাদের সঙ্গে। খুদে বলছে, শুধু তো নিজের জামা নয়, এতে বাবাকেও একটু সাহায্য করতে পারবে। সে সব ভেবেই শাক নিয়ে বসেছে ফুটপাতের একপাশে।
Post a Comment