স্মার্ট পোশাক না পরলে ঢোকা যাবে না রেস্তোরাঁয়

 


Odd বাংলা ডেস্ক: শাড়ি পরেছেন বলে তিনি আনস্মার্ট। আর এই কারণে ভারতের রাজধানী দিল্লিতে একটি অভিজাত রেস্তোরাঁয় ঢুকতে দেয়া হয়নি এক নারীকে। রেস্তোরাঁর একজন কর্মী তাকে বলেন, স্মার্ট পোশাক না পরলে এই রেস্তোরাঁয় ঢোকা যায় না। 

রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেওয়ায় ওই নারী জিজ্ঞাসা করেন, রেস্তোরাঁটি ভারতের। আর ভারতের জাতীয় পোশাক শাড়ি। শাড়ি ‘স্মার্ট’পোশাক। কেন আমাকে শুধু শুধু বাধা দেয়া হচ্ছে? জবাবে রেস্তোরাঁর কর্মী বলেন, শাড়ি জাতীয় পোশাক হতে পারে, তবে ‘স্মার্ট ক্যাজুয়াল’নয়। আর স্মার্ট ক্যাজুয়াল পোশাক ছাড়া অন্য কোনো পোশাক ওই রেস্তোরাঁর পোশাকবিধির আওতায় পড়ে না।

দক্ষিণ দিল্লির এক শপিং মলের ভেতর ওই রেস্তোরাঁটি আসলে একটি রেস্ট্রো বার। শপিং মলটির নাম আনসল প্লাজা। শাড়ি পরার কারণে যে নারীকে তারা ঢুকতে দেয়নি তার নাম অনিতা চৌধুরী। রেস্তোরাঁর শর্ত শুনে বাকরুদ্ধ অনিতা পুরো ঘটনাটির ভিডিও তার ফোনের ক্যামেরায় বন্দি করেন। তিনি সেই ভিডিও নেট মাধ্যমে প্রকাশও করেছেন।

অনিতা সেখানে লিখেছেন, ‘আমি শাড়ি পরেছিলাম বলে আমাকে রেস্তোরাঁয় বসতে দেয়া হয়নি। শাড়ি আমার দেশের জাতীয় পোশাক। তবে সেই পোশাক পরার জন্য যেভাবে আমাকে অপমান করা হয়েছে, তা হৃদয়বিদারক। এর আগে কখনো আমি এতটা অপমানিত বোধ করিনি।’

নিজের শাড়ি প্রেমের কথাও ওই ভিডিওর বিবরণে জানিয়েছেন অনিতা। তিনি লিখেছেন, ‘আমি একজন শাড়িপ্রেমী মানুষ। ভারতীয় পোশাক আমার পছন্দের। ভারতীয় সংস্কৃতিও আমি ভালোবাসি। 

অনিতা বলেন, আপনারা দয়া করে বলুন স্মার্ট পোশাকের সংজ্ঞা কী? সেক্ষেত্রে শাড়ি যদি স্মার্ট না হয় তাহলে আমিও শাড়ি পরা বন্ধ করে দেব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.