২০৫০ সালের মধ্যে জলের অভাবে পড়বে ৫ বিলিয়ন মানুষ: জাতিসংঘ

 


Odd বাংলা ডেস্ক: ২০৫০ সালে পাঁচ বিলিয়নেরও বেশি মানুষ জল পাওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারে বলে গত মঙ্গলবার সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। সিওপি২৬ সম্মেলনে এ ব্যাপারে বিশ্বনেতাদের পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। খবর এএফপির।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে বিশ্বের অন্তত ৩.৬ বিলিয়ন মানুষ কমপক্ষে এক মাস জলের সঙ্কটে পড়েছে।

ডব্লিউএমও প্রধান পিটারি তালাস বলেছেন, জলের সঙ্কট মোকাবেলা করতে হবে। গত ২০ বছরে, ভূ-পৃষ্ঠে, তুষার ও বরফে সঞ্চিত জলের স্তর প্রতি বছর এক সেন্টিমিটার হারে নেমে এসেছে।

ডব্লিউএমও বলছে, জলের নিরাপত্তা দরকার। পৃথিবীতে মাত্র ০.৫ শতাংশ জল ব্যবহারযোগ্য এবং মিষ্টি জলের পরিমাণ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে বৈশ্বিক ও আঞ্চলিক বৃষ্টিপাতের পরিবর্তন হচ্ছে। বৃষ্টিপাতের ধরনের কারণে কৃষি এর প্রভাব পড়ছে।  ফলে জল ব্যবহারের পরিমাণে তারতম্য আসছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.