ব্যক্তিগত সেবনের জন্য অল্প পরিমাণ মাদক রাখা শাস্তিযোগ্য অপরাধ নয়, পরামর্শ কেন্দ্রের


ODD বাংলা ডেস্ক:  মাদক কাণ্ডে যখন উত্তাল দেশ, মাদক সেবন, মাদক পাচার কিংবা মাদক ক্রয়-বিক্রয় কতটা শাস্তিযোগ্য অপরাধ- এইসব বিষয় নিয়ে যখন বিস্তর কাটাছেঁড়া চলছে তখনই গুরুত্বপূর্ণ পরামর্শ দিল কেন্দ্রীয় সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। রাজস্ব দফতরকে NDPS আইন নতুন করে রিভিউ করার পরামর্শ দেওয়া হয়েছে এই মন্ত্রকের তরফে। তাদের পরামর্শ, ব্যক্তিগত স্তরে সেবনের জন্য অল্প পরিমাণ মাদক রাখা আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ নয়। শুধু তাই নয় মন্ত্রকের তরফে বলা হয়েছে, আইন সংশোধনের প্রয়োজন রয়েছে। যারা এই এই অপরাধের জন্য শাস্তি ভোগ করছে, তাদের জেলে নয়, রিহ্যাব সেন্টারে পাঠানো উচিত।

জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসেই রাজস্ব দফতরের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক, নারকোটিক কন্ট্রোল ব্যুরো এবং CBI-কে NDPS আইন সংশোধনের আবেদন জানিয়েছিল।

NDPS আইন কী?

ভারত সরকারের নারকোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট (NDPS) আইন অনুযায়ী, কোনও ব্যাক্তির মাদক মজুত রাখা, বিক্রি করা, পাচার করা আইনযোগ্য অপরাধ। ১৯৮৫ সালের ২৩ অগাস্ট লোকসভায় এই বিল পেশ করা হয়। ১৬ সেপ্টেম্বর এই বিল সংসদ এবং রাষ্ট্রপতি জিয়ানি জাইল সিং অনুমোদন করেন। ১৪ নম্বর থেকে বিলটি আইন হিসেবে পাশ হয়। এর আগে ১৯৮৯, ২০০১, ২০১৪ এবং ২০১৬ সালে আইনটি সংশোধিত হয়েছে। গোটা দেশে এই আইন বলবৎ রয়েছে। এমনকী, প্রবাসী ভারতীয়রাও এই আইনের আওতায় পড়েন।

কোনও ব্যক্তি কতটা পরিমাণ মাদক মজুত রেখেছে, তার উপর নির্ভর করে NDPS আইন অনুযায়ী সাজা দেওয়া হয়। 
  • কোনও ব্যক্তি যদি গাঁজা চাষ করেন, তবে তাঁর ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। এক লাখ টাকা জরিমানাও করা হবে তাঁকে। এছাড়াও মাদকের পরিমাণের উপর নির্ভর করে মাদক পাচার কিংবা বিক্রির জন্য শাস্তি দেওয়া হয়। 
  • অল্প পরিমাণ মাদক বাজেয়াপ্ত হলে একবছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 
  • বেশি পরিমাণ বাজেয়াপ্ত হলে ১০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে। সঙ্গে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা। 
  • আইনের ২৭ নম্বর ধারা অনুযায়ী, মাদক সেবনের শাস্তিও এক বছর পর্যন্ত জেল, সঙ্গে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা। সাধারণত, কোকোইন, মরফিন, ডায়াসিটিল মরফিন জাতীয় মাদক সেবনের ক্ষেত্রে এই সাজা দেওয়া হয়। এই তালিকাভুক্ত নয়, এমন মাদক সেবনের ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত জেল আর ১০ হাজার জরিমানা হয়।
এখন মনে হতে পারে এই অল্প পরিমাণে মাদক আসলে কতটা পরিমাণ? আইন অনুযায়ী, এক কেজি পর্যন্ত মাদক 'অল্প পরিমাণ' হিসেবেই বিবেচিত হয়। চরস কিংবা হ্যাশের ক্ষেত্রে সেই পরিমাণ ১০০ গ্রাম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.