৬ ফুট লম্বা সাপের লেজ ধরে টানছে ২ বছরের শিশু
Odd বাংলা ডেস্ক: সাপকে টেনে তুলে নিয়ে যাচ্ছে ছোট ক্ষুদে।এমনই এক ভয়ানক ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। অস্ট্রেলিয়ার ঐ দুই বছরের শিশুটি সাপটির লেজ ধরে যা যা করল সেটা দেখে হয়রান হচ্ছেন নেটিজেনরা। শিশুটির কাণ্ড-কারখানা দেখে মনে হচ্ছিল এই কাজটি তার বাঁ হাতের খেল।
অস্ট্রেলিয়ান যুবক তার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন। নাম তার ম্য়াট রাইট। তার দুই বছরের সন্তানই সাড়ে ছয়ফুট লম্বা ঐ সাপটি নিয়ে খেলা করছিল। যার ভিডিও তৈরি করেন ম্য়াট রাইট। যেখানে শিশুটিকে আশ্চর্যজনক ভাবে সাপটি নিয়ে খেলা করতে দেখা যায়।
জানা যায়, ঐ শিশুটি ম্যাট রাইটের ছেলে। ম্যাট রাইট মূলত বন্যপ্রাণী, বিশেষ করে কুমির উদ্ধারের জন্য বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তিত্ব। বিগত ২০ বছর ধরে তিনি অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কুমির উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করছেন।
ভিডিওটিতে দেখা যায়, তার বাড়ির বাগানেই ঘোরাঘুরি করছে বিশাল একটি সাপ। সাপটি দেখতে খুবই বিপজ্জনক এবং বড়। এরপরই তার দুই বছরের ছেলে সাপটির লেজ ধরে টানাটানি শুরু করে এবং যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই শিশুটি সাপটির লেজ ধরে টানতে টানতে নিয়ে যায়। সাপটি একটি ঝোপে ঢুকে পড়ার চেষ্টা করতেই ম্য়াটকে ছেলের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ওকে টেনে বার করো, ওকে টেনে বার করো।
ভিডিওটি দেখে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ যদি তাকে ‘সাহসী শিশু’ বলেছেন, আবার কেউ কেউ এভাবে সাপের সঙ্গে না খেলার পরামর্শও দিয়েছেন।
Post a Comment