Sharod Ullas 2021: 'আবদার', লকডাউনে শিশুমনের যন্ত্রনা ফুটে উঠেছে সুরুচি সংঘের পুজোতে



Odd বাংলা ডেস্ক: নিউ আলিপুর সুরুচি সংঘ মানেই চমক। সুরুচি মানেই ঠাকুর দেখার মাস্ট লিস্টে সবার আগের দিকের নাম। সুরুচি সঙ্ঘের এবারের থিম 'আবদার।' লকডাউনে ঘরবন্দি শিশুমনের যন্ত্রণার কথা-ই তুলে ধরা হয়েছে এবারের থিমে। ছোটদের জামা দিয়ে সাজানো হয়েছে মন্ডপ। মন্ডপ সজ্জায় রয়েছে পুরনো কলকাতার বিভিন্ন দোকানের সাইনবোর্ড।দেখা যাচ্ছে, এক শিশু তার মাকে জামা কেনার কথা বলছে। তার জন্য নতুন জামা কবে কেনা হবে, তা জানতে চাইছে।এর পাশাপাশি, মন্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে পুরনো দিনের কালজয়ী সিনেমার পোস্টারও।


https://www.facebook.com/oddbanglanewsofficial/videos/190063603263606

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.