রাকুল প্রীত সিংয়ের উজ্জ্বল ত্বকের গোপন রহস্য
ODD বাংলা ডেস্ক: দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী ও মডেল রাকুল প্রীত সিং। ফ্যাশন সচেতন হিসেবেও খ্যাতি রয়েছে তার। সেই সঙ্গে নিজের ত্বকের বিষয়েও অনেক বেশি যত্নশীল দক্ষিণী এই নায়িকা।
প্রকৃত সুন্দরী বলতে যা বোঝায় তার অন্যতম উদাহরণ রাকুল প্রীত সিং। নিজের স্কিনের জন্য বাজারের ফেসপ্যাকের ওপর ভরসা না করে বাড়িতে বানানো ফেসপ্যাক ব্যবহার করেন রাকুল, যা স্কিনকে হাইড্রেট করে ও উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।
রাকুল তার বাড়িতে বানানো ফেসপ্যাকে কী কী উপাদান কিভাবে ব্যবহার করে চলুন জেনে নেওয়া যাক।
১. প্রথমে একটি কলা চটকে নিন।
২. একটি লেবুর অর্ধেক রস নিন।
৩. ১ টেবিল চাচম মধু।
এবার সব উপাদান একসঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপর মুখে লাগান। আধা ঘণ্টা রেখে তারপর ধুয়ে ফেলুন।
ত্বক থেকে ডার্ক স্পট সরাতে সাহায্য করে এই ফেসপ্যাক। সেই সঙ্গে ত্বককে হাইড্রেট রাখে।
Post a Comment