যেসব উপসর্গ দেখে বুঝবেন থাইরয়েডের সমস্যায় ভুগছেন
Odd বাংলা ডেস্ক:থাইরয়েডের সমস্যায় ভোগেন অনেকেই। অনেকে বুঝতে পারেন আবার অনেকে বুঝতেই পারেন না। পুরুষদের চেয়েও নারীদের ক্ষেত্রে বেশি থাইরয়েডের সমস্যা দেখা দেয়। এজন্য থাইরয়েডের কি কি লক্ষণ আছে সে সম্পর্কে আগে জানা দরকার।
থাইরয়েডের সমস্যার শুরুতে শরীর বিভিন্ন সঙ্কেত দেয়। চলুন জেনে নেওয়া যাক।
১) কথায় কথায় ক্লান্ত লাগে? ক্লান্তি থাইরয়েডের একটি গুরুতর লক্ষণ। যদি অল্প কাজেই ক্লান্ত লাগে, তবে সতর্ক হওয়া জরুরি।
২) হঠাৎ অতিরিক্ত রোগা বা মোটা হয়ে যাচ্ছেন ? তা হলেও সাবধান হওয়া জরুরি। কারণ থাইরয়েডে হরমোনের মাত্রা ওঠা নামা করে। আর এর ফলে অতিরিক্ত মোটা বা অতিরিক্ত শুকিয়ে যায় মানুষ।
৩) একটি লক্ষণ প্রায় অনেকের চোখ এড়িয়ে যায়। তাহলো, গলার কাছে কালো দাগ হয়ে যাওয়া। অনেকেই খেয়াল করেন না। কিন্তু থাইরয়েডের মাত্রায় গোলমাল হলেই এই দাগ পড়তে দেখা যায়।
৪)আপনার কি ঘুম হয় না? ঠিক সময়ে ঘুমও আসে না? তারপর সময় মতো ঘুম ভাঙতেও চায় না? এমন হলে একবার থাইরয়েড পরীক্ষা করানো দরকার।
৫) উদ্বেগ এবং অবসাদ হঠাৎ বাড়তে শুরু করলেও সাবধান হওয়া দরকার। থাইরয়েড হরমোনের মাত্রার ওঠা-নামার সঙ্গে এর সরাসরি যোগ রয়েছে।
৬) নারীদের ক্ষেত্রে ঋতুস্রাব সময় মতো হচ্ছে কি না, সে বিষয়টাও খেয়াল রাখতে হবে।
Post a Comment