নদীর পারেই রেস্তোরাঁ, জলে পা ডুবিয়ে ভূরিভোজ

Odd বাংলা ডেস্ক: নির্মল বাতাস, নিরিবিলি পরিবেশ। মন ভালো করতে আমরা নদীর পাড়ে হাঁটতে যাই কিংবা নদীর ধারে বসে আড্ডা সবসময়েই বেশ মনোরোম। তবে নদীর পাড়ে একেবারে যেখানে ঢেউ এসে ধাক্কা মারে কিংবা পা ডুবিয়ে বসে থাকা যায় সেখানে যদি রেস্তোরাঁ হয়, তা হলে মন্দ হয় না তাই না।

চিন্তার কিছু নাই, এমনই এক রেস্তোরাঁর সন্ধান পাওয়া গেছে থাইল্যান্ডের। ঐ রেস্তোরাঁর কিছু ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই রেস্তোরাঁকে জলমগ্ন বা ফ্লাডেড রেস্তোরাঁও বলা চলে।

ঐ রেস্তোরাঁয় মানুষের খাওয়া-দাওয়ার জন্য টেবিল-চেয়ারও আছে। তবে যখন জোয়ারে জলে বরে যায়। তখন  ঢেউ এসে পাড়ে ঠেকে। আর তখন চেয়ার ছেড়ে সবাই উঠে দাঁড়ায়। থাইল্যান্ডের ব্যাংককের কাছে ননঠাবুরিতে নদীর ধারে এই রেস্তোরাঁ। ছবিতে রেস্তোরাঁর এক কর্মী খাবার বানাচ্ছেন।

ছবিতেই স্পষ্ট, নদীতে পা ডুবিয়ে রেস্তারাঁর খাবার উপভোগ করেন মানুষ। তবে ঢেউ এলেই উঠে দাঁড়াতে হয়। বিষয়টি বেশ রোমাঞ্চকর। নদীর ধারে গাছ তলায় বসেছে এই রেস্তোরাঁটি। সেলফি তোলার হিড়িকও এখানে কম নয়। রেস্তোরাঁয় খাবার খেতে খেতেই নদী দেখতে দেখতে কল্পনার দুনিয়ায় পৌঁছনো যায় সহজেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.