শিশুর ভাইরাসজনিত রোগ হলে কী করবেন?

Odd বাংলা ডেস্ক: বর্তমানে অনেক শিশুই ভাইরাসজনিত জটিল সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। এই হার বেড়েই চলছে। শুধু জ্বর-সর্দি-কাশি নয়, আরও বিভিন্ন লক্ষণ আছে, যেগুলোর মাধ্যমে বোঝা যা শিশু ভাইরাসজনিত রোগে ভুগছে।

উপসর্গ- ভাইরাসে আক্রান্ত হওয়ার ৩-৬ দিনের মধ্যে অল্প তাপমাত্রা থাকে। ১০২ ডিগ্রি তাপমাত্রা সহকারে জ্বর আসে। কিছু ভাইরাসের ক্ষেত্রে ভিন্নতাও থাকতে পারে। অনেক ক্ষেত্রে জ্বর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গলা ব্যথা শুরু হয়। খাওয়ার রুচি কমে যায়, ক্লান্তিবোধ হয়, শরীর দুর্বল হয়।

অনেক সময় গলা ব্যথার কারণে শিশু খাবার কিংবা জল কিছুই খেতে চায় না। তখন পানিশূন্যতা বা ডিহাইড্রেশন হতে পারে। গলা ব্যথার পাশাপাশি মুখ গহব্বরে ছোট ছোট সাদা আকৃতির ফুসকুড়ি দেখা দেয়। ঠোঁটের আশেপাশে র‌্যাশ দেখা দেয়, এগুলো বেশ ব্যথাযুক্ত ও চুলকাতে পারে।

ভাইরাসজনিত রোগে জ্বর শুরু হওয়ার ২-৩ দিনের মধ্যে হাত ও পায়েও র‌্যাশ দেখা দেয়। হাত, পা ও মুখকে আক্রান্ত করতে পারে। বিশেষ করে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজে এরকম সমস্যা বেশি দেখা যায়।

কারণ যে কোনো সংক্রামক ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হলে এ ধরনের সমস্যা হতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের বিভিন্ন ভাইরাসজনিত ব্যাধিতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.