Odd বাংলা ডেস্ক: ঘটনা কয়েকমাস আগের। মা মারা যাওয়ার পর থেকেই ছোট্ট মেয়েটির ওপর চলতে থাকে বাবা ও দাদুর শারীরিক নিগ্রহ। যার চলতে মাত্র ১৫ বছর বয়সেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে৷ তবে সময় পেরিয়ে যাওয়ার পরও ওই নাবালিকার গর্ভপাতের অনুমতি দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট৷
থাঞ্জাভুর জেলার বাসিন্দা ওই কিশোরী, বাবা ও দাদুর ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু গর্ভাবস্থার ২৫ সপ্তাহ পেরিয়ে গেলেও তার গর্ভপাত করা হয়নি। এরপর ওই নাবালিকার মামা মাদ্রাজ হাইকোর্টে ভাগ্নির গর্ভপাতের আবেদন করলে বিচারপতি আর পোঙ্গিয়াপ্পা সেই আবেদন মঞ্জুর করেন। অন্যদিকে ওই নাবালিকার বাবা এবং দাদুকে পকসো আইনের আওতায় মামলা রুজু করে গ্রেফতার করেছিল পুলিশ৷ তাঁরা এখনও জেলেই আছে।
সম্প্রতি এমনই একটি ঘটনা বাংলাদেশের নওসিংদিতে ঘটেছে। সেখানে সেই মেয়ের পরিবার ভারতীয় আদালতের এই রায়ের কথা মনে করিয়ে দিয়ে মেয়ের গর্ভপাতের আবেদন জানিয়েছে।
Post a Comment