সূর্যের আলোয় স্বাভাবিক, সূর্য ডুবলেই পাথর হয়ে যায় এই দুই যুবক!


ODD বাংলা ডেস্ক: পাকিস্তানে সন্ধান মিলেছে এমনই দুই ‘সোলার কিডস’র। তারা যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণই কথা বলে, খাওয়া-দাওয়া করে, চোখ তুলে কথা বলে। আর সূর্য ডুবলেই আর নড়াচড়া করে না, কথা বলে না, খাওয়া-দাওয়া করে করে না, এমনকি চোখ খুলে তাকাতেও পারে না। পরের দিন ভোরের আলো ফুটলে তবেই তারা চোখ খোলে।

পাকিস্তানের কোয়াত্তার একটি গ্রামের বাসিন্দা মহম্মদ হাসিম। তাঁর দুই ছেলে। একজনের বয়স ৭ অন্যজন ১৩। অদ্ভূতভাবেই এই বাচ্চা দুটির জীবন সূর্যের ওপর নির্ভরশীল। যতক্ষণ আকাশে সূর্য আছে ততক্ষণ এরা স্বাভাবিক। আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো খাওয়া-দাওয়া, পড়াশোনা, খেলাধুলো সবই করে। কিন্তু সূর্য ডুবলেই এদের সব ক্ষমতা শেষ হয়ে যায়। এরা তখন হয়ে যায় পাথরের মতো স্থির। চলাফেরা, কথা বলা, খাওয়া-দাওয়া কিছুই আর করতে পারে না। এমনকি চোখ খুলে তাকাতেও পারে না। সূর্য উঠলেই ফের স্বাভাবিক এই দুই ভাই। এই ঘটনা জানাজানি হতেই রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কিন্তু কেন এমন হয়?

এমন অদ্ভুত ঘটনায় রীতিমত ডাক্তাররাও হতবাক। তাদের চিকিৎসাবিদ্যা এখনও পর্যন্ত এর কোনও ব্যাখ্যা দিতে পারেননি। তবে চিকিৎসা চলছে, চলছে নানারকম পরীক্ষা নিরিক্ষা। দুই ভাইয়ের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠান হয়েছে বিদেশে। কিন্তু আদৌ এরা কোনওদিন সুস্থ জীবনযাপন করতে পারবে কিনা, সে প্রশ্নের জবাব এখনো চিকিৎসকদের কাছে নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.