ঢেলে সাজছে মোদী সরকার, ৮টি দলে বিভক্ত ৭৭ জন মন্ত্রী

Odd বাংলা ডেস্ক:  আরও দক্ষভাবে সরকার চালাতে মন্ত্রিসভা পুনর্গঠন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল এবং প্রযুক্তির যতটা সম্ভব ফায়দা তোলাই লক্ষ্য। সমগ্র মন্ত্রী পরিষদকেই আটটি ভাগে ভাগ করা হয়েছে। তারাই সমস্তটা দেখভাল করবে। 

৭৭ জন মন্ত্রীকে আটটি দলে ভাগ করা হয়েছে। প্রতিটি দল প্রযুক্তি ব্যবহারে ওস্তাদ পেশাদারদের নিয়োগ করবে। প্রত্যেক মন্ত্রীরাও তাঁদের কার্যালয়ে একই রকম পদক্ষেপ নেবেন, যাতে স্বচ্ছতা বাড়ে এবং মোদি সরকারের দক্ষতা বাড়ে। জানা গেছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ ঘণ্টা ব্যাপী ‘চিন্তন শিবির’ নামক বৈঠকের অনতিবিলম্বেই। বৈঠকের চেয়ারম্যান ছিলেন স্বয়ং মোদি। 

বৈঠকে পাঁচটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ১) ব্যক্তিগত দক্ষতা, ২) সঠিক বাস্তবায়ন, ৩) মন্ত্রকের কার্যকারিতা ও অংশীদার জোগাড়, ৪) দলীয় বোঝাপড়া ও কার্যকর যোগাযোগ এবং ৫) সংসদীয় কাজকর্ম। শেষতম চিন্তন শিবিরে যোগ দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। 

সমস্ত বৈঠকেই সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে মোদি সরকারের দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োগ ক্ষমতা বৃদ্ধির। সেই কাজের অংশ হিসেবেই মন্ত্রীদের আটটি দলে ভাগ করা হয়েছে। প্রতি দলে অন্তত তিনজন তরুণকে নেওয়া হবে যাদের গবেষণা, যোগাযোগ ইত্যাদিতে দখল থাকবে। বয়স্ক এবং যাঁরা অবসর নিতে চলেছেন তাঁদের থেকে নেওয়া হবে পরামর্শ। একটি দলকে নির্দেশ দেওয়া হয়েছে একটি পোর্টাল তৈরির যেখানে সমস্ত কাজের খতিয়ান রেকর্ড করা হবে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.