হাসপাতালের ভুলে গর্ভে অন্য দম্পতির সন্তান
ODD বাংলা ডেস্ক: গর্ভে সন্তান জন্ম দেওয়ার পর এক দম্পতি বুঝতে পারেন সন্তানটি তাদের নয়। টেস্টটিউব বা আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতি ব্যবহার করে জন্ম নেওয়া ওই সন্তানের সঙ্গে তাদের চেহারা কোনো মিল ছিল না। বিষয়টি সন্দেহ হলে তারা ডিএনএনএ টেস্টের পর নিশ্চিত হন সন্তানটি তাদের নয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন ক্যালিফোর্নিয়ার ড্যাফনা ও আলেকজান্ডার কার্ডিনাল দম্পতি। মামলায় চিকিৎসা সংক্রান্ত অনিয়ম ও প্রতারণার অভিযোগ করা হয়।
টেস্টটিউব বা আইভিএফ হচ্ছে মানবদেহের বাইরে শুক্রাণুর দ্বারা ডিম্বাণু নিষিক্ত করার পদ্ধতি। এ পদ্ধতিতে নিষেক করা হয় একটি টেস্টটিউবে। তবে ভ্রুণ টেস্টটিউবে বেড়ে ওঠে না, বেড়ে ওঠে মায়ের জরায়ুতেই। যেভাবে অন্য বাচ্চারা মায়ের গর্ভে বেড়ে ওঠে।
ওই দম্পতি জানতে পারেন, গর্ভে সন্তান বেড়ে উঠলেও হাসপাতালের ভুলে ভ্রুণ বদলে যায়। মূলত টেস্টটিউবে নিষেক করার পর গর্ভে ভ্রুণ প্রতিস্থাপনের সময় অদল-বদল হয়ে যায়।
ভ্রুণ পাল্টে যাওয়া আরেক দম্পতিকে খুঁজে পেয়েছেন ড্যাফনা ও আলেকজান্ডার। ক্যালিফোর্নিয়ার ওই দম্পতিও টেস্টটিউব পদ্ধতিতে ভ্রুণ নিষেক করে গর্ভে প্রতিস্থাপন করেন। উভয়েই শিশু পরিবর্তন করতে রাজি হন। পরে ২০২০ সালে জানুয়ারি মাসে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশু বিনিময় করেন।
গত সোমবার আলেকজান্ডার জানান, এ ঘটনা তার পরিবারের জন্য মর্মান্তিক। তার স্ত্রীর গর্ভে বেড়ে ওঠা সন্তান অন্য কারও কাছে। যাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য লড়াই করেছেন সে তাদের ঔরসজাত কেউ নয়।
Post a Comment