স্কুল খোলার আনন্দ ভিন্নভাবে উদযাপনে ব্যান্ড পার্টি ভাড়া

 


ODD বাংলা ডেস্ক: যুগ যুগ ধরে বিয়ের বর যাত্রা, পণ্য বা সেবার মার্কেটিং এবং বিভিন্ন আনন্দ শোভাযাত্রায় অন্যতম আকর্ষণ ছিল ব্যান্ড পার্টি। তবে কখনো কি শুনেছেন স্কুল খোলায় ব্যান্ড পার্টি ভাড়া করে উদযাপন করার কথা। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও এমনটাই ঘটেছে ভারতের একটি পরিবার।   

ঐ পরিবার দীর্ঘদিন পর স্কুল খোলার এই আনন্দ একটু ভিন্নভাবে উদযাপন করেছে বলে জানান। প্রায় ২০ মাস পর সন্তান শ্রেণি কক্ষে যাবে এজন্য ব্যান্ড পার্টি ভাড়া করেছে তারা। প্রথম দিন ব্যান্ড বাজিয়ে সন্তানকে শ্রেণি কক্ষে পাঠিয়েছে এই পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, স্কুলের সামনে ব্যান্ড বাজানো হচ্ছে। এর তালে সন্তানকে নিয়ে নাচছেন বাবা-মা। 


নেটিজেনদের মধ্যে বিষয়টি বেশ সাড়া ফেলেছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে অনেকেই ভিডিওটি শেয়ার করেছেন। একজন লিখেছেন, দিল্লিবাসীদের কেউ হারাতে পারবে না। তাদের উদযাপনের জন্য শুধু একটু উপলক্ষ্য প্রয়োজন। লকডাউন শেষে বাচ্চা সশরীরে স্কুলে যাচ্ছে তাই ব্যান্ড পার্টি ভাড়া করেছে এই পরিবার। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.