ভিন্নধর্মী কনসার্ট, শ্রোতা হিসেবে ছিল গরু!
ODD বাংলা ডেস্ক: কনসার্টে সাধারণত শ্রোতা হয় মানুষ। তবে এবার এমন একটি কনসার্ট হলো যার শ্রোতা হিসেবে ছিল গরু। ডেনমার্কে এই কনসার্ট হয়।
মহামারির কারণে বন্ধ হয়ে গেছে কনসার্টের আয়োজন। আর এই পরিস্থিতিতে ব্যতিক্রমধর্মী কনসার্টের আয়োজন করেছেন ডেনমার্কের একজন শিল্পী। সেই কনসার্টে শ্রোতা হিসেবে মানুষের বদলে ছিল গরুর পাল। গরুর পালকে শ্রোতা বানিয়ে অভিনব কনসার্টের আয়োজন করেন ওই শিল্পী। নাম তার জ্যাকব শো। আর ওই কনসার্টের ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায়, কোপেনহেগেনের দক্ষিণের এক গ্রামে কনসার্টটির আয়োজন করেন বার্সেলোনার মার্শাল একাডেমির অধ্যাপক ব্রিটিশ সংগীত শিল্পী জ্যাকব শো। তিনি একপাল গরুর সামনে একের পর এক গান পরিবেশন করেছেন। আর গরুগুলো মনোযোগ সহকারে তা শুনছেন।
জ্যাকব শো বলেন, আমি মনে করি গরুর জন্য গান গাওয়া আমার ক্যারিয়ারের অংশ। কনসার্ট হলের বাইরে নিয়ে আসার জন্য আমার মধ্যে উৎসাহ কাজ করে। তাছাড়া মহামারি কারণে মানুষকে গান শোনানো সম্ভব নয়। তাই গান শোনানোর জন্য পশুদের বেছে নিয়েছি।
Post a Comment