পেটে তরমুজ বেঁধে একদিনের জন্য গর্ভবতী হয়ে নাজেহাল যুবক

 


ODD বাংলা ডেস্ক: নারীদের জন্য মা হওয়ার অনুভূতি খুবই মনোরম। কারো কারো ক্ষেত্রে তা আবার চ্যালেঞ্জিং হয়ে ওঠে। গর্ভাবস্থার একজন নারীর জন্য খুবই কঠিন সময়, যদিও অনেকে এই বিষয়টি মানতে চায় না। বিশেষত কিছু পুরুষেরা নিজেরা বিষয়টি অনুভূতি করেন না বলে তাদের বুঝতে অসুবিধা হয়। এক ব্যক্তি নারীদের গর্ভাবস্থাতে কী কী সমস্যা হয় তা বুঝতে নিজে গর্ভবতী হওয়ার চেষ্টা করেন। তারপর যা হয়-


ব্রিটেনের একজন ব্যক্তি হ্যানলি মাইটল্যান্ডের একটি ভিডিও যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। হ্যানলি মন্তব্য করেন, গর্ভবতী নারীদের মতো বেঁচে থাকা একেবারেই কঠিন নয় এবং তিনি নিজেই গর্ভবতী নারীর মতো জীবনযাপন করতে শুরু করেন। গর্ভবতী হতে তার পেটে তরমুজ বেঁধে নেন। হ্যানলি এই তরমুজটিকে আঠা দিয়ে লাগিয়ে নেয়।


ভিডিওতে দেখা যায়, হ্যানলি সকালে শুয়ে থাকলে বিছানা থেকে উঠতে উঠতেই অ্যালার্ম বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা সত্ত্বেও, হ্যানলি তার বিছানা থেকে উঠতে পারেন না। এরপর সেখানে উপস্থিত হ্যানলির বন্ধুরা হাসাহাসি করতে শুরু করেন। হ্যানলি অনেক চেষ্টার পর ওঠার চেষ্টা করেও বিফল হন। টিকটকে এই ভিডিওটি তৈরি করেন। ভিডিওটিতে লাখ লাখ ভিউ হয়েছে। 


ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে সমালোচনার মুখেও পড়ে। নেটিজেনদের মধ্যে কেউ বলেন, সে নিজের হাত ব্যবহার করছে না কেন? গর্ভাবস্থা কি হ্যানলির চিন্তা করার ক্ষমতাকেও ধ্বংস করেছে?এরপর তিনি একজন গর্ভবতী নারীর মতো তার রুটিন শুরু করার চেষ্টা করছিলেন। তবে অনেক পরিশ্রম করেও তিনি বিছানা থেকে উঠতে পারেননি। 


একজন নারী এই পরিপ্রেক্ষিতে বলেন, আমি দুই সন্তানের মা এবং আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি যে এটি সহজ নয়। যদিও এটাও সত্য মনের জোর থাকলে এই বিষয়গুলো আপনার জন্য সহজ। বিছানা থেকে উঠতে অসুবিধা হলে কিছুতে ভর দিয়ে উঠতে হবে বলে তিনি পরামর্শ দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.