পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিল চিন, ভারতের ওপর বাড়ছে চাপ

ODD বাংলা ডেস্ক: জলসীমায় সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে পাকিস্তানকে নিজের দেশে তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ সরবরাহ করেছে চিন।সোমবার সাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি নৌবাহিনীর কাছে এই যুদ্ধজাহাজ হস্তান্তর করা হয়। চিনা সংবাদমাধ্যম জানিয়েছে, চিন এখন পর্যন্ত যতগুলি যুদ্ধজাহাজ রপ্তানি করেছে তার মধ্যে পাকিস্তানকে দেওয়া ০৫৪এ জাহাজটিই সবচেয়ে বড় এবং অত্যাধুনিক।

চিনা স্টেট শিপবিল্ডিং করপোরেশন লিমিটেড (সিএসএসসি) এই যুদ্ধজাহাজের নকশা এবং এটিকে তৈরি করেছে।পাকস্তানি নৌবাহিনীতে পিএনএস তুঘরিল নামে এটি সংযুক্ত হবে। শুধু প্রযুক্তিগত দিক দিয়েই অত্যাধুনিক নয়, এই জাহাজ থেকে মাটি, আকাশ এবং জলের তলদেশেও নির্ভুল নিশানা করা সম্ভব। অত্যাধুনিক যুদ্ধ ব্যবস্থাপনার পাশাপাশি এটি স্বয়ংক্রিয়ভাবে নিজের নিরাপত্তা দিতে সক্ষম।

জাহাজ নির্মাতা জানিয়েছে, এই জাহাজ সরবরাহ করার মধ্য দিয়ে চিন এবং পাকিস্তানের বন্ধুত্বে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।একই সুর চিনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের কণ্ঠেও। তিনি বলেন, ‘পিএনএস তুঘরিল চিনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে এক নতুন অধ্যায়; যা সময়ের ব্যবধানে আরও পরিপক্ক হয়ে উঠেছে।’তিনি মনে করেন, এই যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে পাকিস্তানের শক্তি বৃদ্ধির পাশাপাশি শান্তি রক্ষা, স্থিতিশীলতা এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। মহামারি সত্ত্বেও সময়মতো জাহাজটি হস্তান্তর করায় চিনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.