পুরনো ছন্দে ফিরছে কলকাতা মেট্রো, ফিরে আসছে টোকেনও


ODD বাংলা ডেস্ক: করোনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শহর কলকাতা। ইতিমধ্যেই লোকাল ট্রেন চালু হয়েছে।  এবার মেট্রোতে ফিরতে চলেছে টোকেন পরিষেবা।

করোনাকালে বন্ধ রাখা হয় টোকেন ব্যবহার। স্মার্ট কার্ডই আপাতত মেট্রোয় যাতায়াতের ক্ষেত্রে একমাত্র ভরসা। তবে ক্রেতা সুরক্ষা দফতরের সুপারিশে ফের টোকেন চালুর পথে মেট্রো রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, কয়েকদিন আগেই রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দফতর এর তরফে মেট্রোর কাছে টোকেন চালু করার সুপারিশ করা হয়। সেই ডাকেই সাড়া দিতে চলেছে কলকাতা মেট্রো।

বিভিন্ন শ্রেণির যাত্রীর জন্যই সব সময় নিজেদের প্রস্তুত রাখে মেট্রো। সে কারণেই নিয়মিত যাঁরা যাতায়াত করেন , তাঁদের সুবিধার কথা চিন্তা করে যেমন স্মার্ট কার্ড রাখা হয়েছে। তেমনই মাঝে মধ্যে যাঁরা মেট্রো পরিষেবা নেন তাঁদের জন্য রয়েছে টোকেনের ব্যবস্থাও।

কিন্তু করোনার জন্য আপাতত শুধু মাত্র স্মার্ট কার্ড রয়েছে এমন যাত্রীই মেট্রোয় ওঠার অনুমতি পান। টোকেন দেওয়া বন্ধ রাখা হয়েছে। তবে ধীরে ধীরে যখন সমস্ত পরিষেবা স্বাভাবিক হচ্ছে, সেখানে শুধুমাত্র টোকেন পরিষেবা বন্ধ রেখে খুব একটা উপকার কিছু হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন ছিল যাত্রীদের মনেই।

প্রতিদিনের যাঁরা যাত্রী তাঁদের স্মার্ট কার্ডে সুবিধা হলেও, যাঁরা রোজ মেট্রোয় যাতায়াত করেন না তাঁদের জন্য যথেষ্ট সমস্যা হচ্ছে। বিশেষ করে লোকাল ট্রেন চালু হওয়ার পর মেট্রোয় ভিড় বাড়ছে। ফলে এ ক্ষেত্রেও সমস্ত পরিষেবা দ্রুত স্বাভাবিক হওয়ার প্রয়োজন রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.