ফেসবুক লাইভ চলাকালীন আচমকা ডেকে উঠল মেয়ে, ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী


ODD বাংলা ডেস্ক: করোনার কাঁটায় বিদ্ধ গোটা দেশ।আর তার জেরেই এখন চলছে ওয়ার্ক ফ্রম হোম। সেইমতো বাড়িতে বসেই ফেসবুক লাইভে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডর্ন। দেশেক করোনা পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন তিনি। হঠাৎ মিষ্টি কণ্ঠে ‘মাম্মি’ বলে ডাক মেয়ের। আর তাতেই কিছুক্ষণের জন্য থামতে বাধ্য হন প্রধানমন্ত্রী। তবে লাইভ বন্ধ না করে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে অন্য ঘরে পাঠান তিনি।

ফেসবুক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিউজিল্যান্ডে করোনাবিধি পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জাতির উদ্দেশে কথা বলছিলেন জেসিন্ডা।হঠাৎ তার বছর তিনেকের মেয়ে নেভ 'মাম্মি' বলে ডাক দেয়। তখন হাসিমুখে জাসিন্ডা তাকে বলেন, ''তোমার তো এখন বিছানায় থাকার কথা! এরপর আদুরে গলায় বলেন, এখন ঘুমানোর সময়, সোনা! বিছানায় ফিরে যাও, আমি সেকেন্ডের মধ্যে আসছি।'

পরে ছোট্ট মেয়েটিকে ন্যানির কাছে যেতে বলেন জেসিন্ডা। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বলেন, এটি বেডটাইমব্যর্থতা ছিল, তাই না! পরে আবার বক্তব্য শুরু করেন তিনি। কিন্তু ভাষণ শেষ করে জাসিন্ডার ফিরে যেতে দেরি দেখে কিছুক্ষণ পর নেভ আবারও ফিরে আসে। তখন দেরি হচ্ছে বলে মেয়ের কাছে ক্ষমা চেয়ে দ্রুত লাইভ স্ট্রিমিং শেষ করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.