এবার ভয়ানক হায়েনাদের ওপর করোনার থাবা

Odd বাংলা ডেস্ক: এবার হায়েনাদের শরীরেও দেখা দিল করোনা ভাইরাসের সংক্রমণ। যুক্তরাষ্ট্রের ডেনেভার চিড়িয়াখানায় থাকা হায়েনাদের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। চিড়িয়াখানার দুটি হায়েনার শরীরেই মিলেছে করোনা ভাইরাস।

চিড়িয়াখানায় একাধিক সিংহ অসুস্থ হয়ে পড়েছিল। তারপরেই তাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে দেখা গেছে হায়নাদের শরীরেও করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে।

এখনও পর্যন্ত ডেনেভার চিড়িয়াখানায় ২টি হায়না সহ ১১টি পশুর শরীরে করোনা ভাইরাস থাবা বসিয়েছে বলে জানা গেছে।

আমেরিকার কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পাঠানো হয়েছিল দুটি স্পটেড হায়নার রক্তের নমুনা। সেখানেই পরীক্ষা করে জানা যায় তাঁদের শরীরে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। তারপরেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।

তবে হায়েনার শরীরে করোনা ভাইরাস থাবা বসানোয় বিশেষ উদ্বেগে রয়েছেন পশু চিকিৎসক এবং গবেষকরা। কারণ পশুদের মধ্যে হায়েনার রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি বলে মনে করা হয়। অ্যানথ্রাক্স, ব়্যাবিসের মত ভয়ঙ্কর সব মারণ সংক্রামক রোগ প্রতিরোধ করতে সক্ষম হায়েনারা। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে পারেনি তারা। তাতেই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা নিয়ে নতুন করে গবেষণা শুরু করেছেন গবেষকরা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ বছরের নগোজি এবং ২৩ বছরের কিবো নামে হায়নার শরীরে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। হায়না গুলি করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পর যেসব উপসর্গ তাদের শরীরে দেখা গিয়েছে তার মধ্য সর্দি, কাশির পাশাপাশি রয়েছে ক্লান্তি ভাব। এখনও পর্যন্ত এই চিড়িয়াখানায় যে কয়েকজন পশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সকলেই সুস্থ হয়ে উঠেছেন।

বিশ্বে মোট প্রায় ৩০০০ পশুর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে গবেষকরা আস্বস্ত করেছেন পশুদের থেকে মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর প্রবণতা অনেকটাই কম বলে জানা গিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গবেষকরা জানিয়েছিলেন বাড়ির পোষা প্রাণীকেও সাবধানে রাখুন। পশুদের মধ্যেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে বলে সতর্ক করেছিলেন তাঁরা। কিন্তু গত এক বছরে তেমন ভাবে পশুদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.