জগধাত্রী পুজো ২০২১: চন্দননগর এবং কৃষ্ণনগরবাসীদের জন্য সুখবর...
Odd বাংলা ডেস্ক: দুর্গাপুজোর সময় হয়েছিল। জগদ্ধাত্রী পুজোও বাদ গেল না!জগধাত্রী পুজো উপলক্ষে কৃষ্ণনগর এবং চন্দননগরেও নাইট কারফিউ শিথিল করাল রাজ্য সরকার। ১২ এবং ১৩ নভেম্বর অর্থাৎ সপ্তমী এবং অষ্টমীর দিন হুগলি এবং নদিয়াতে রাত্রিকালীন বিধিনিষেধ শিথিল করা হয়েছে, চলবে যান চলাচলও। মানুষজনও ঘুরে ঠাকুরও দেখতে পারবেন। মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছেন।
চন্দননগর এবং কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর জাঁক চোখে পড়ার মতো। প্রতিবছর সেই পুজো দেখতে মানুষের ঢল নামে। শুধু ওই দুই শহর নয়, কলকাতা সহ বিভিন্ন জেলে থেকে মানুষজন যান সেখানে। এবার করোনা আবহে রাত্রিকালীন কারফিউ জারি। এই পরিস্থিতিতে মণ্ডপ দেখা যাবে কিনা, ধন্দে ছিলেন সাধারণ মানুষ। নবান্নের তরফে সেই বিষয়টিই স্পষ্ট করা হল।
শুধু চন্দননগর আর কৃষ্ণনগর নয়, হুগলি এবং নদিয়ার গোটা জেলাতেই নাইট কারফিউ এই দুই দিন শিথিল থাকবে। কারণ গোটা জেলা থেকেই মানুষজন ওই দুই শহরে পুজো দেখতে যান। তবে করোনা বিধি মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। সেটা কতটা কার্যকর হবে, তা দেখার।
Post a Comment