স্কটল্যান্ডের রাস্তায় জলপরী সাঁতার কাটছে

 


ODD বাংলা ডেস্ক: জলপরী নিয়ে গল্প শেষ নেই। তবে জলপরী সত্যিই আছে কিনা তা নিয়ে কম জল্পনা হয়নি। যদিও জলপরী কোথাও দেখা গেছে এমন কোনো খবর পাওয়া যায়নি। তবে এবার যেন ঠিকই দেখা মিললো জলপরীর। স্কটল্যান্ডের ব্যস্ত এক রাস্তায় সাঁতার কাটতে দেখা গেছে একটি জলপরীকে!  

ভারি বৃষ্টিপাতের পর স্কটল্যান্ডের অনেক জায়গায় হঠাৎ বন্যা হয়। অনেকেই নিজেদের দুর্ভোগ-দুর্দশার চিত্র তুলে ধরতে সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছেন। তাদের ছবি ও ভিডিওতে দেখা যায়, অনেক গাড়ি ডুবে গেছে। ব্যাহত হয়েছে পরিবহন ব্যবস্থা। অনেকের অনেক সম্পদ জলের নিচে তলিয়ে গেছে।


তবে এত সবকিছুর মধ্যের গ্লাসগোর একজন বাসিন্দা যা করেছেন তা হয়তো অভাবনীয়। রাস্তায় জলপরীর কস্টিউম পরে সাঁতার কাটতে নেমে যান এক নারী। আর স্থানীয় এক ব্যক্তি তার বাড়ির সামনে ডুবে যাওয়া সেই রাস্তায় ওই জলপরীকে দেখতে পান! এমন দৃশ্য দেখে রীতিমতো হতবুদ্ধ হয়ে যান তিনি।


গ্যাভিন মিলার নামের ওই ব্যক্তি গ্লাসগোর দক্ষিণ অংশের ব্যালটফিল্ড গার্ডেন্সে বাস করেন। বৃষ্টির কারণে রাস্তায় জমে যাওয়া জলের দিকে তাকিয়ে ছিলেন তিনি। হঠাৎই ওই পৌরাণিক প্রাণিটি দেখতে পান মিলার। এমন দৃশ্য দেখে চমকে যান তিনি। তবে ভালো করে খেয়াল করার পর দেখতে পারেন যে, একজন নারী জলপরীর কস্টিউম পরেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.