প্রতিদিন তিন হাজার বার দড়িলাফ দিতে হয় ১৩ বছরের কিশোরিকে

 


ODD বাংলা ডেস্ক: অমানবিক এক দৃশ্য। ১৩ বছরের একটি মেয়ে প্রায় তিন হাজার বার দড়ি দিয়ে লাফ প্র্যাকটিস করলো। তবে এর পেছনে অন্য গল্প রয়েছে। 

আর তা হলো চিনে বেশির ভাগ মানুষই খাটো। জিনজিয়াং প্রদেশে বসবাস রত এই মেয়েটির মা অবশ্য তার মেয়েকে বেঁটে রাখতে চান না। তাই মেয়ের উচ্চতা বাড়ানোর জন্য প্রায় উঠে পরে লেগেছেন তিনি।মেয়ের উচ্চতা বাড়ানোর জন্য দিনে তিন হাজার বার তিনি দড়ি লাফ প্র্যাকটিস করান। এমনকি হাঁটু ব্যথা হলেও কর্ণপাত করে না তার মা। 


চিনা সংবাদমাধ্যমে সূত্রে জানা গিয়েছে, ১৩ বছরের মেয়েকে প্রতিদিন তিন হাজার বার লাফ দড়ি প্র্যাকটিস করতে হত। তা করতে না চাইলে তাকে অলস বলেন মা। মেয়েটির উচ্চতা প্রায় ১.৫৮ মিটার, ওজন ১২০ কিলোগ্রাম। 


মেয়েটির মায়ের বলেন, দৈনন্দিন ব্যায়াম করে মেয়ের অতিরিক্ত ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কোনো চিকিৎসকই সঠিক উপায়ে মেয়ের ওজন কমাতে পারেননি বলেই তার মত। ফলে তিনি নিজেই এই সিদ্ধান্ত নেন। প্রথমে এই লাফের সংখ্যা এক হাজারটি থাকলেও পড়ে তা বাড়িয়ে তিন হাজারটি করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.