সাড়ে তিন হাজার টুথপিক দাড়িতে আটকে বিশ্বরেকর্ড গড়লেন ব্যক্তি

 


ODD বাংলা ডেস্ক: বড়ই  অদ্ভুত বিশ্বের মানুষ। অদ্ভুত তাদের চাওয়া-পাওয়া, তাদের শখ। আর তার চেয়ে বেশি অদ্ভুত প্রকৃতি। তাই কখনো প্রকৃতির খেয়ালে অথবা মানুষের অদ্ভুত শখের কারণে ব্যতিক্রম সব ঘটনার জন্ম হয়। আর এই সব ঘটনা এতোটাই ব্যতিক্রম যা দ্বিতীয় কোনো মানুষের পক্ষে দ্বিতীয় বার জন্ম দেওয়া সাহস হয় না। ফলে এগুলোর রেকর্ড হয়ে থাকে বছরের পর বছর। 


যেমনটা করেছেন জোয়েল স্ত্রাসার নামের এই ব্যক্তি। তিনি আমেরিকার বাসিন্দা। তার মুখে একসঙ্গে তিন হাজার ৫০০-এর বেশি টুথপিক ধরে বিশ্বরেকর্ড করেছেন। 


জোয়েল স্ট্রাসার ২০২০ সালে দাড়িতে তিন হাজার ৫০০টি টুথপিক আটকে বিশ্বকে চমকে দিয়েছিলেন। সেই সঙ্গে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেন। সফলভাবে তিন হাজার ৫০০টি টুথপিক স্থাপন করতে তার সময় লেগেছিল তিন ঘন্টা ১৩ মিনিট।


তবে তিনি এর আগে আরো নয়টি বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি তার দাড়িতে তিন হাজার ৫০০টি টুথপিক, ৩১২টি প্লাস্টিকের স্ট্র, ৫৩৪টি কাগজের স্ট্র, ৬০৭টি গলফ টিস, ৫২০টি চপস্টিক, ৩০২টি ক্রিস্টমাস ববোলস, ১২১টি কাঁটা চামচ, ৩৫৯টি কাপড়ের পিন এবং ৪৫৬টি পেন্সিল তার দাড়িতে লাগিয়েছেন এবং এক মিনিটে ৬২টি টুথপিকও পড়তে সক্ষম হয়েছেন। সর্বমোট ১০টি বিশ্বরেকর্ড গড়েছেন। 


জোয়েল স্ট্রাসার সর্বপ্রথম ২০১৮ সালে এই রেকর্ডটি করেন। এরপর ক্রিসমাসে দাড়িতে সর্বাধিক অর্নামেন্টস আটকে আরেকটি রেকর্ড করেন জোয়েল। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এসব ছবি এবং ভিডিওগুলো শেয়ার করেন। সেই সব ভিডিওতে দেখা যায়, পেনসিল, চামচ কিংবা বিভিন্ন রকম পাইপ আটকে রাখছেন তার দাড়িতে। 


জোয়েল এমন ভিন্ন ধরনের কাজ করতে পছন্দ করেন। শখের বশেই তিনি দাড়ি রেখেছিলেন। আর দাড়ির সঙ্গে বিভিন্ন জিনিস আটকানোর আইডিয়া তার হঠাৎ করেই। তবে বিশ্বরেকর্ড করার ভাবনা কখনোই ছিল না। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা ভিডিও নজরে আসে গিনেস কর্তৃপক্ষের। এরপর ভালোভাবে বিশ্লেষণ করার পরই তারা জোয়েলকে এই স্বীকৃতি দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.