চুলের যত্নে যে তেল ব্যবহার করেন কঙ্গনা রানাওয়াত

 


ODD বাংলা ডেস্ক: কোঁকড়া চুল পছন্দ করেন এমন মানুষের সংখ্যা খুব বেশি না। সবাই কম বেশি স্ট্রেইট বা ওয়েভি চুল পছন্দ করে। কিন্তু এর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কোঁকড়া চুল নিয়ে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু এর জন্য থাকতে হয় মানসিক শক্তি অর্থাৎ ডোন্ট কেয়ার মানসিকতা।  আর এই কোঁকড়া চুলের অনেকে আদর্শ বা প্রিয় পাত্র হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।


কঙ্গনা তার চুল খুব সাধারণভাবেই স্টাইল করেন, কিন্তু তার মধ্যেই থাকে ছোট্ট ডিটেলিং যা তার সৌন্দর্য মুহুর্তের মধ্যে বাড়িয়ে তোলে। তার সুন্দর এই চুলের যত্ন কঙ্গনা কীভাবে নেন চলুন জেনে নেওয়া যাক।


কঙ্গনা শুধুমাত্র ন্যাচারাল বিউটিই না তার চুলের জন্য আলোচিত অভিনেত্রী। কারণ চুলের যত্নে বিন্দুমাত্র ছাড় দেন না কঙ্গনা।


তেল দেওয়া:

চুলে প্রতিদিন নিয়ম করে তেল ব্যবহার করেন কঙ্গনা। আর তেল হিসেবে সব সময় বিশেষ হিমালয়ান অয়েল ব্যবহার করেন তিনি।


তেলের বিশেষত্ব:

কঙ্গনার ব্যবহৃত বিশেষ তেলে রয়েছে অ্যাপ্রিকট কার্নেল অয়েল যা চুলের গোড়ায় পুষ্টি জোগায়।


তেলের উৎস:

এই তেল প্রধানত পাহাড়ি এলাকায় পাওয়া যায় যা বিশেষ অ্যাপ্রিকট কার্নেল থেকে তৈরি করা হয়।


তেলের উপকারিতা:

শুধুমাত্র চুল না চুলের গোড়ায় পুষ্টি জোগায় এই তেল।


খুশকি মুক্ত:

এই বিশেষ তেল চুলকে খুশকিমুক্ত রাখে।


মজবুত চুল:

আপনি যদি একসাথে মজবুত ও শাইনি চুল চান তবে তাহলে আপনি নিজেই বুঝবেন কোন তেল ব্যবহার করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.