পড়াশোনা করতে জানালার গ্লাস ভেঙে ক্লাসরুমে ঢুকে পড়লো হরিণ

 


ODD বাংলা ডেস্ক: ক্লাস চলছে, হঠাৎ সেই সময় ক্লাসরুমে ঢুকে পড়ে একটি হরিণ। কানাডার সাসকাচেওয়ানের এক স্কুলের জানালার কাঁচ ভেঙে মজ জাতীয় একটি হরিণ ক্লাসরুমে ঢুকে পড়ে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্কুলের ঐ ক্লাসের কার্যক্রম বিঘ্ন ঘটেছে। 

জেইমি মেলনিক নামে এক ব্যক্তি জানান, তিনি ডে কেয়ারে রাখতে যান তার দুই বছরের সন্তানকে। ডে কেয়ারটি সাসাকাচেওয়ানের সিলভিয়া ফেডোরুক স্কুলের লাগোয়া। জেইমি মেলনিক নামে ঐ ব্যক্তি হরণটিকে হলের পাশ থেকে ক্লাসরুমে ঢুকতে দেখেছেন। 


স্কুল কর্তৃপক্ষ বলছে, হরিণটি যখন ক্লাসরুমে ঢুকে পড়ে তখন ঐ রুমে কেবল স্কুল পূর্ববর্তী অনুষ্ঠানের মোড়ক উন্মোচন করা হয়েছিল। হরিণ ঢুকে পড়লেও শিক্ষার্থীদের নিরাপদে ক্লাসরুম থেকে সরিয়ে নেয়া হয়েছিল। একজন শিক্ষার্থী সামান্য আঘাত পেয়েছে। তবে তাকে চিকিৎসার প্রয়োজন হয়নি। 


ঘটনার পর হরিণটিকে ট্রাঙ্কুলাইজার দিয়ে অবচেতন করা হয়। পরে শহরের বাইরে নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় স্কুলটির বাকি কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.