চুমুতে লুকিয়ে রয়েছে মৃত্যুফাঁদ!
ODD বাংলা ডেস্ক: গনোরিয়া মূলত একটি যৌনরোগ। নিশেরিয়া গনোরি নামের এক জীবানু এই রোগের জন্য দায়ী। পুরুষদের ক্ষেত্রে সাধারণত মূত্র ত্যাগের সময় সমস্যা দেখা দেয় এবং অনেক ক্ষেত্রেই পুঁজ বের হয়। সময়মতো এই রোগের চিকিৎসা না হলে সেখান থেকে গুরুতর সমস্যা আসতে পারে।
মেয়েদের ক্ষেত্রে অবশ্য এত লক্ষণ দেখা যায় না। তলপেটে ব্যথা বা ইউরিন ইনফেকশন এটুকুই লক্ষণ থাকে। যা দেখে আদতে বোঝা সম্ভব নয় যে ওই মহিলা গনোরিয়ায় আক্রান্ত কিনা। এই সময়ের খবর
সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে চুম্বনও গনোরিয়ার অন্যতম একটি কারণ। কারণ চুমু খেলে ওর মধ্যে দিয়েও নানা রকম ব্যাকটিরিয়া শরীরে প্রবেশ করে। প্রায় ৩৬০০ জন পুরুষের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল।
তাতেই দেখা গিয়েছে যারা নিয়মিত যৌন জীবনের মধ্যে থাকে তাদের মধ্যে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কম প্রবেশ করে। কিন্তু যারা শুধুই চুম্বনের মধ্যে সীমাবদ্ধ এবং ওরাল সেক্সে অভ্যস্ত তাদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা বেশি।
Post a Comment