দলকে বিঁধে বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী


ODD বাংলা ডেস্ক: লক্ষ্মীবারে বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার নিজেই ট্যুইট করে জানালেন সেই কথা। বৃহস্পতিবার তিনি টুইটারে লেখেন, ‘‌বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি।যে দলের হয়ে আমি গত বিধানসভা ভোটে লড়েছি। কারণ, বাংলার স্বার্থকে আরও এগিয়ে নেওয়ার জন্য তাদের উদ্যোগ এবং আন্তরিকতার অভাব।’‌

প্রসঙ্গত, গত সোমবার মুখ্যমন্ত্রীর বিজয় সমাবেশে রূপাঞ্জনা মিত্রের মতোই আমন্ত্রিত ছিলেন শ্রাবন্তীও। কিন্তু তিনি সেখানে যাননি। তখন তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছিল যে, তিনি বিজেপি ছাড়ার কথা ঘোষণা না করে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আসতে চান না। যদিও এ বিষয়ে শ্রাবন্তী নিজে কোনও মন্তব্য করেননি সেই সময়।

এদিকে একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে, ১ মার্চ, বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম কেন্দ্রে তাঁকে প্রার্থী করে বিজেপি। কিন্তু তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি। হারের পরও ঘরে বাইরে কটাক্ষের শিকার হন নায়িকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.