ডিসেম্বরেই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ODD বাংলা ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরে ভারতে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে বার্ষিক সামিট উপলক্ষ্যে আগামী ৬ ডিসেম্বর দিল্লিতে পুতিনের আগমন ঘটার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, তার সফরটি হতে পারে একদিনের। ভারত সফরে তিনি দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এই সফরেই বেশ কিছু চুক্তি স্বাক্ষরও হতে পারে বলে খবর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।

ডিসেম্বরেই ভারতের বিমানবাহিনীর হাতে রাশিয়ার বিমানবাহিনীর এস৪০০ আসতে পারে। আকাশপথে সুরক্ষা বৃদ্ধি করতে রাশিয়ার কাছ থেকে এই যান সরবরাহ নিয়ে চুক্তি হয়েছিল ভারতের। তার আগে পুতিনের সফর যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রসঙ্গত, এটাই এবছর রাশিয়ার প্রেসিডেন্টের দ্বিতীয় বিদেশ সফর। প্রথমটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শীর্ষ সম্মেলনের জন্য জেনেভায় হয়েছিল। করোনাভাইরাস সঙ্কটের কারণে ইতালিতে জি-২০ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.