প্রয়াত চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত

Odd বাংলা ডেস্ক: শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন  চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (Bipin Rawat)। বুধবার সকালেই তামিলনাড়ু কুন্নুরে এক ভয়ানক কপ্টার দুর্ঘটনার খবর পাওয়া যায় (Indian Army Helicopter Crashes in Tamil Nadu)। সেই কপ্টারে যাত্রী ছিলেন বিপিন রাওয়াত। কপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পরেই যাত্রীদের মধ্যে তিনজকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ৮ কিলোমিটার দূরের একটি হাসপাতালে। তৈরি করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। কিন্তু সেই হাসপাতালেই মৃত্যু হয় বিপিন রাওয়াতের। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.